Union Budget 2021: কমবে 'টেক হোম স্যালারি', কোপ পিএফ-এ! বাজেটে চাকরিজীবীদের জোড়া ধাক্কা

Last Updated:
#দিল্লি: আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন হয়নি৷ তার উপর এবারের বাজেটে নতুন যে ওয়েজ কোড (Wage Code0-এর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তা কার্যকর হলে কমবে টেক হোম স্যালারি-র পরিমাণ৷ শুধু তাই নয় কমে যাবে অবসরকালীন সঞ্চয়ও৷
সোমবার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি বেতন থেকে জমা পড়লেই তা করের আওতায় চলে আসবে৷ অথচ অবসরকালীন সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখাই চাকরিজীবীদের প্রথম পছন্দ৷ এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড থেকে কর মুক্ত আর্থিক রাশি পাওয়ার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা ছিল না৷ গত বছর বাজেটে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারীর অনুদানের বার্ষিক ঊর্ধ্বসীমা সাড়ে ৭ লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়৷ এবার বছরে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা দিলে টাকা তোলার সময় সেখান থেকে কর কাটা হবে৷
advertisement
আবার ২০১৯ সালে পাশ হওয়া নতুন ওয়েজ কোড অনুযায়ী, কর্মচারীর বেতন থেকে পিএফ-এর অনুদান বাড়ানো হবে৷ যার ফলে কমবে টেক হোম স্যালারি৷ অর্থাৎ মাসের শেষে হাতে আরও কম টাকা পাবেন বেতনভূকরা৷ নতুন এই বিধি অনুযায়ী, কর্মচারীর মোট বেতনের মধ্যে ভাতার অংশ ৫০ শতাংশের বেশি হওয়া চলবে না৷ এর ফলে নিয়োগকারীদের খরচ বাড়বে এবং কর্মীদের টেক হোম স্যালারি কমবে৷
advertisement
advertisement
নতুন এই নিয়ম মানতে গিয়ে কর্মচারীদের মূল বেতন বাড়াতে হবে নিয়োগকারীদের৷ যাতে নিয়োগকারী এবং কর্মচারী দুই তরফেই পিএফ অনুদানের অংশ বাড়ানো যায়৷
উদাহরণ হিসেবে বলা যায়, অমিত চৌধুরী (কাল্পনিক নাম) নামে কোনও একজন কর্মচারীর মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা৷ এর মধ্যে প্রতি মাসে ২০ হাজার টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হত৷ নতুন ওয়েজ কোড চালু হলে অমিতের পিএফ অনুদান বেড়ে হবে ২৫ হাজার টাকা৷ অর্থাৎ অমিতের মাসিক টেক হোম স্যালারি প্রতি মাসে ৫ হাজার টাকা কমে গেল৷ আবার যেহেতু প্রভিডেন্ট ফান্ডে তাঁর বার্ষিক অনুদান আড়াই লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে, তাই ২০২১ সালের বাজেট অনুযায়ী অমিতের প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ও করের আওতায় চলে আসবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2021: কমবে 'টেক হোম স্যালারি', কোপ পিএফ-এ! বাজেটে চাকরিজীবীদের জোড়া ধাক্কা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement