#পুলওয়ামা: পুলওয়ামায় স্কুলের সামনে জঙ্গি হামলা, টহলদারি CRPF জওয়ানদের লক্ষ্য করে চলল ৬-৭ রাউন্ড গুলি। পুলওয়ামার দ্রাবগামে একটি স্কুলে পরীক্ষা চলাকালীন হামলা জঙ্গিদের। স্কুলের বাইরে টহলদারি জওয়ানদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
#UPDATE: Additional forces have been deployed at the spot. A search operation has been launched. #JammuAndKashmir https://t.co/dRm6b5neW2
— ANI (@ANI) October 29, 2019
Central Reserve Police Force (CRPF): Unidentified terrorists fired 6-7 rounds on CRPF deployment at school which was an examination centre in Drabgam, Pulwama district. CRPF and local police was deployed to guard the centre. No injuries have been reported so far. Details awaited. pic.twitter.com/ZrTZFMm4WE — ANI (@ANI) October 29, 2019
কাশ্মীরে রয়েছেন ই-ইউ’এর প্রতিনিধিরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ২৭ জন ইউরোপীয় প্রতিনিধি৷ আজ, মঙ্গলবার এই প্রতিনিধির দল পৌঁছায় কাশ্মীরে। কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখবেন তারা ৷ ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভূস্বর্গে ঢুকছে কোনও প্রতিনিধি দল৷ ভূস্বর্গরে বেশ কিছু এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।
মেহবুবা মুফতি জানিয়েছেন, মঙ্গলবার বোর্ডের পরীক্ষা রয়েছে ৷ পরিস্থিতি যাই হোক না কেন, কাশ্মীরে শান্তি বজায় আছে তুলে ধরেতে, পড়ুয়াদের পরীক্ষায় হাজিরা দিতেই হবে ৷ দ্রাবগামের এই স্কুলেও চলছিল বোর্ড পরীক্ষা। স্কুলের বাইরে টহল দিচ্ছিলেন CRPF জওয়ান ও স্থানীয়রা। তখনই টহলদারি জওয়ানদের লক্ষ করে ৬-৭ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।