নিরামিষ খাবার মুখে রুচছে না, নির্বিচারে তিতির পাখি মেরে মাংস খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা

Last Updated:
#রাজস্থান:  চলছে লকডাউন । দেশ জুড়ে বন্ধ সমস্ত যোগাযোগ ব্যবস্থা। ফলে দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা । সেই ছবি বারবারই উঠে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় । শুধু তাই নয়, অনেক পরিযায়ী শ্রমিক যানবাহন না পেয়ে হেঁটে ঘরে ফেরার চেষ্টা করছেন। কেউ ফিরতে পারছেন, কেউ বা মাঝ রাস্তাতেই মারা যাচ্ছেন । তবে এবার দেখা গেল একেবারে ভিন্ন ছবি।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সালমীরে । মধ্যপ্রদেশের পাঁচ শ্রমিক রাজস্থানের নোখা গ্রামের কোয়ারান্টাইন সেন্টারে রয়েছেন এই মুহূর্তে। কিন্তু সেই সেন্টারে তাদের রোজই নিরামিষ খাবার দেওয়া হচ্ছিল । সেই খাবার মুখে রুচছিল না ওই পাঁচজনের । জঙ্গলে গিয়ে তিতির পাখি শিকার করে তারা । ঘটনাটি প্রথমে এক শিক্ষকের নজরে আসে। তিনি তাদের হত্যা করতে নিষেধ করেন। কিন্তু নিষেধ অগ্রাহ্য করে ওই পাঁচজন । তখন পুলিশে খবর দেন ওই শিক্ষক। পুলিশ এসে তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের বিশেষ ধারায় মামলা রুজু করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিরামিষ খাবার মুখে রুচছে না, নির্বিচারে তিতির পাখি মেরে মাংস খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement