স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে তুলতেই হবে জাতীয় পতাকা, রাজ্যের মাদ্রাসাগুলিকে নির্দেশ সরকারের

Last Updated:

স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে তুলতেই হবে জাতীয় পতাকা, রাজ্যের মাদ্রাসাগুলিকে নির্দেশ সরকারের

 #লখনউ: ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের ৭১তম বর্ষপূর্তি পালন করতেই হবে সমস্ত মাদ্রাসায় ৷ জাতীয় সঙ্গীত গেয়ে ত্রিরঙা উত্তোলন করতেই হবে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৷ রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলিতে এই মর্মে নির্দেশ পাঠাল উত্তরপ্রদেশ সরকার ৷ শুধু তাই নয়, যথাযোগ্য সম্মান দিয়ে স্বাধীনতা দিবস পালনের পুরো অনুষ্ঠানটির ছবি ও ভিডিও রের্কড করতে হবে বলেও নির্দেশ দিয়েছে যোগী সরকার ৷ ইউপি সরকারের এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷
স্বাধীনতা দিবস পালন নিয়ে বিস্তারিত নির্দেশ সহ একটি নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। এছাড়া প্রতিটি জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের আলাদা করে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয় প্রত্যেক আধিকারিককে নিজেদের এলাকার মাদ্রাসায় উৎসব পালনের ছবি ও ভিডিও রেকর্ড করতে হবে ৷ ভিডিও রেকর্ডিংয়ের নির্দেশের পিছনে সরকারের যুক্তি, যাতে ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠানের জন্য এই ভিডিও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে ৷
advertisement
নির্দেশিকা অনুযায়ী সকাল আটটায় প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে ৷ এরপর জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা সংগ্রামী ও সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন পড়ুয়ারা ৷ স্বাধীনতার উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোর্টস ইভেন্ট আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনুষ্ঠান শেষের পর পড়ুয়াদের জন্য মিষ্টির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পরিষদ।
advertisement
advertisement
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা পরিষদ হিন্দি ও উর্দু ভাষায় ‘জন গন মন’-এর শব্দগুলি লিখে পাঠিয়েছে ৷
বর্তমানে উত্তরপ্রদেশে ৮ হাজার মাদ্রাসা পরিষদের অন্তর্ভুক্ত ৷ এর মধ্যে ৫৬০টি সরকারি সাহায্যপ্রাপ্ত ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে তুলতেই হবে জাতীয় পতাকা, রাজ্যের মাদ্রাসাগুলিকে নির্দেশ সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement