স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে তুলতেই হবে জাতীয় পতাকা, রাজ্যের মাদ্রাসাগুলিকে নির্দেশ সরকারের

Last Updated:

স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে তুলতেই হবে জাতীয় পতাকা, রাজ্যের মাদ্রাসাগুলিকে নির্দেশ সরকারের

 #লখনউ: ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের ৭১তম বর্ষপূর্তি পালন করতেই হবে সমস্ত মাদ্রাসায় ৷ জাতীয় সঙ্গীত গেয়ে ত্রিরঙা উত্তোলন করতেই হবে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৷ রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলিতে এই মর্মে নির্দেশ পাঠাল উত্তরপ্রদেশ সরকার ৷ শুধু তাই নয়, যথাযোগ্য সম্মান দিয়ে স্বাধীনতা দিবস পালনের পুরো অনুষ্ঠানটির ছবি ও ভিডিও রের্কড করতে হবে বলেও নির্দেশ দিয়েছে যোগী সরকার ৷ ইউপি সরকারের এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷
স্বাধীনতা দিবস পালন নিয়ে বিস্তারিত নির্দেশ সহ একটি নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষা পরিষদ। এছাড়া প্রতিটি জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের আলাদা করে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয় প্রত্যেক আধিকারিককে নিজেদের এলাকার মাদ্রাসায় উৎসব পালনের ছবি ও ভিডিও রেকর্ড করতে হবে ৷ ভিডিও রেকর্ডিংয়ের নির্দেশের পিছনে সরকারের যুক্তি, যাতে ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠানের জন্য এই ভিডিও রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে ৷
advertisement
নির্দেশিকা অনুযায়ী সকাল আটটায় প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে ৷ এরপর জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা সংগ্রামী ও সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন পড়ুয়ারা ৷ স্বাধীনতার উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পোর্টস ইভেন্ট আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনুষ্ঠান শেষের পর পড়ুয়াদের জন্য মিষ্টির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পরিষদ।
advertisement
advertisement
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা পরিষদ হিন্দি ও উর্দু ভাষায় ‘জন গন মন’-এর শব্দগুলি লিখে পাঠিয়েছে ৷
বর্তমানে উত্তরপ্রদেশে ৮ হাজার মাদ্রাসা পরিষদের অন্তর্ভুক্ত ৷ এর মধ্যে ৫৬০টি সরকারি সাহায্যপ্রাপ্ত ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে তুলতেই হবে জাতীয় পতাকা, রাজ্যের মাদ্রাসাগুলিকে নির্দেশ সরকারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement