Physical Assault: মামাবাড়ির এমন নৃশংস 'আদর'? নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করে গর্ভবতী করল মামা! ঘটনায় শিউরে উঠছে দেশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
১৫ বছরের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ মামার। শেষমেশ গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা কিশোরী
মুম্বই: ১৫ বছরের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ করল মামা। শেষমেশ গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা কিশোরী। মহারাষ্ট্রের নাভি মুম্বইয়ের ঘটনায় শিউরে উঠেছে দেশ। পুলিশ নৃশংস মামাকে গ্রেফতার করার পরই সামনে এল মর্মান্তিক ঘটনা।
নাভি মুম্বইয়ের নেরুল এলাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী অভিযুক্ত। সম্পর্কে নাবালিকা কিশোরীর মামা। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে ২০২৩ সালের ৪ অক্টোবর নিজের বাড়িতে ধর্ষণ করে ভাগ্নীকে।
advertisement
advertisement
কিছুদিন পরে নাবালিকা তরুণী শারীরিক সমস্যার কথা জানালে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। কিশোরীকে মুম্বাইয়ের কাছে গোভান্ডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে জানা যায় যে সে গর্ভবতী।
সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানায়। এরপর অভিযুক্তকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তিনি বলেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 1:57 PM IST