Physical Assault: মামাবাড়ির এমন নৃশংস 'আদর'? নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করে গর্ভবতী করল মামা! ঘটনায় শিউরে উঠছে দেশ

Last Updated:

১৫ বছরের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ মামার। শেষমেশ গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা কিশোরী

মামাবাড়ির এমন নৃশংস 'আদর'? নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করে গর্ভবতী করল মামা! ঘটনায় শিউরে উঠছে দেশ
মামাবাড়ির এমন নৃশংস 'আদর'? নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করে গর্ভবতী করল মামা! ঘটনায় শিউরে উঠছে দেশ
মুম্বই: ১৫ বছরের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ করল মামা। শেষমেশ গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা কিশোরী। মহারাষ্ট্রের নাভি মুম্বইয়ের ঘটনায় শিউরে উঠেছে দেশ। পুলিশ নৃশংস মামাকে গ্রেফতার করার পরই সামনে এল মর্মান্তিক ঘটনা।
নাভি মুম্বইয়ের নেরুল এলাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী অভিযুক্ত। সম্পর্কে নাবালিকা কিশোরীর মামা। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে ২০২৩ সালের ৪ অক্টোবর নিজের বাড়িতে ধর্ষণ করে ভাগ্নীকে।
advertisement
advertisement
কিছুদিন পরে নাবালিকা তরুণী শারীরিক সমস‍্যার কথা জানালে চিকিত্‍সকের কাছে নিয়ে যাওয়া হয়। কিশোরীকে মুম্বাইয়ের কাছে গোভান্ডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে জানা যায় যে সে গর্ভবতী।
সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানায়। এরপর অভিযুক্তকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তিনি বলেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Physical Assault: মামাবাড়ির এমন নৃশংস 'আদর'? নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করে গর্ভবতী করল মামা! ঘটনায় শিউরে উঠছে দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement