Left Congress alliance: নিজের গড়েই জোটে জট! মুর্শিদাবাদে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের, শুনে কী বললেন অধীর?

Last Updated:

একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও জোটের সম্ভাবনা একেবারে খারিজ করে দেননি জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷

বহরমপুর: গতকালই নিচুতলায় বামেদের সঙ্গে জোট বেঁধে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের কথা শোনা গিয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখে৷ তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই খোদ অধীর চৌধুরীর নিজের জেলা মুর্শিদাবাদেই জোট নিয়ে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিল৷ কারণ কংগ্রেসের জন্য অপেক্ষা না করে বা কোনও আসন না ছেড়েই মুর্শিদাবাদের জেলা পরিষদের ৭৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট৷
তবে একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও জোটের সম্ভাবনা একেবারে খারিজ করে দেননি জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷ সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘আলোচনার রাস্তা তো খোলা থাকল। আলোচনার প্রস্তাবে আসলে সমঝোতা করা হবে। আমরা সমস্ত দিক খোলা রাখছি।’
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদই প্রথম নয়৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর গতকালই পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কংগ্রেসের সঙ্গে জোেটর পথে না হেঁটে জেলা পরিষদের সব আসনে প্রার্থী দিয়েছে বামেরা৷
পঞ্চায়েত ভোটে জোট হবে কি হবে না, তা নিয়ে এখনও বামেদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি৷ সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে মূলত নিচু তলায় অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তরেই বোঝাপড়ার উপরে বেশি জোর দিচ্ছেন সিপিএম তথা বাম নেতৃত্ব৷
advertisement
তবে জোটের কার্যকারিতার প্রমাণ এ দিনই মিলেছে মুর্শিদাবাদের ডোমকলে৷ মনোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীদের প্রথমে শাসক দলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ৷ পরে বাম-কংগ্রেস প্রার্থীরা একজোট হয়ে গিয়ে মনোনয়ন জমা দেন৷ দুই দলের প্রার্থী, কর্মী- সমর্থকরা একজোট হওয়ায় পিছু হঠে শাসক শিবিরও৷
কয়েক মাস আগে সাগরদিঘি উপনির্বাচনে বামেদের সমর্থনে জয়ী হয়েছিল কংগ্রেস৷ কিন্তু কংগ্রেসের সেই জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস ইতিমধ্যেই শাসক দলে নাম লিখিয়েছেন৷ তার পরেও তৃণমূলকে পরাস্ত করতে সাগরদিঘি মডেলের উপরে আস্থার কথাই শোনা গিয়েছে কংগ্রেস এবং বাম নেতৃত্বের মুখে৷ পঞ্চায়েত ভোটে শেষ পর্যন্ত দুই শিবির একই পথে হাঁটে কি না, সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Left Congress alliance: নিজের গড়েই জোটে জট! মুর্শিদাবাদে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের, শুনে কী বললেন অধীর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement