Maritime Security|| Narendra Modi: সমুদ্র পথ সুরক্ষিত করতে মোদির পাঁচ প্রস্তাব, সহমত নিরাপত্তা পরিষদও

Last Updated:

এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বার বার সমুদ্রে পথে নিরাপত্তা বৃদ্ধির উপরে জোর দিয়েছেন৷ আর তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি (Maritime Security|| Narendra Modi)৷

রবিবার ওই প্রেস বিজ্ঞপ্তিতে পিএমও জানিয়েছিল, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের মাহোবা জেলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন মোদি। এ নিয়ে সোমবার নিজের একটি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নিজে।
রবিবার ওই প্রেস বিজ্ঞপ্তিতে পিএমও জানিয়েছিল, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের মাহোবা জেলায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন মোদি। এ নিয়ে সোমবার নিজের একটি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নিজে।
#দিল্লি: বিশ্ব অর্থনীতির ক্ষতি, জীবনহানি কমাতেই সমুদ্র পথে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে সব দেশকে৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সামুদ্রিক পথের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনার শেষে এই বার্তাই দেওয়া হল রাষ্ট্রপুঞ্জের তরফে৷ নিরাপত্তা পরিষদের সভাপতির জারি করা বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সমু্দ্র পথে বাণিজ্যিক বা যাত্রী পরিবহণ অথবা পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত কাজ চলাকালীন জলদস্যুদের হানা সহ সংগঠিত অপরাধ বেড়েই চলেছে৷
এ দিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বার বার সমুদ্রে পথে নিরাপত্তা বৃদ্ধির উপরে জোর দিয়েছেন৷ আর তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি৷ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ জলসীমা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে থাকা বিবাদের নিষ্পত্তির উপরেও জোর দেন ভারতের প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
উচ্চ পর্যায়ের এই আলোচনা সভা শেষে নিরাপত্তা পরিষদের জারি করা বিবৃতিতেও কার্যত একই বার্তা দেওয়া হয়৷ সেখানেও অভিযোগ করা হয়, শুধুমাত্র জলদস্যুদের হানা, লুঠের মতো অপরাধ নয়, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে মাদক, মানব এবং অস্ত্র পাচারের মতো অপরাধও বাড়ছে৷ আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে এই ধরনের সংগঠিত অপরাধ বন্ধ করার জন্য সদস্য দেশগুলিকে তৎপর হওয়ার আবেদনও জানানো হয়েছে৷
advertisement
এ দিনের আলোচনা সভায় মূলত পাঁচটি বিষয়ের উপরে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেগুলি হল, সমুদ্র পথে বৈধ বাণিজ্যিক লেনদেন সমস্ত বাধা দূর করতে হবে৷ আন্তর্জাতিক আইন মেনে সমু্দ্র পথে যাবতীয় বিবাদের নিষ্পত্তি প্রয়োজন৷ জলদস্যুদের হানার মতো ঘটনা এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলিকেও এগিয়ে আসতে হবে৷ প্রধানমন্ত্রী বলেন ২০০৮ সাল থেকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারতীয় নৌবাহিনী৷ শুধুমাত্র জলপথে নিরাপত্তার দিকেই নজর রাখা নয়, অপরাধ দমনের জন্য ভারতীয় নৌবাহিনী অন্যান্য দেশের বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী৷ এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের দিকে তাকিয়ে সামুদ্রিক সম্পদকে রক্ষা করারও পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি৷ সমুদ্র পথে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধিতে পরিকাঠামো তৈরির জন্য যাতে আন্তর্জাতিক স্তরে যথাযথ নিয়মবিধি তৈরি হয়, সেই প্রস্তাবও েরখেছেন প্রধানমন্ত্রী৷ প্রতিটি দেশই নিজেদের ক্ষমতা অনুযায়ী যাতে সমুদ্র পথে পরিকাঠামো নির্মাণে এগিয়ে আসে, সেই দাবিও তুলেছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maritime Security|| Narendra Modi: সমুদ্র পথ সুরক্ষিত করতে মোদির পাঁচ প্রস্তাব, সহমত নিরাপত্তা পরিষদও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement