ইউক্রেন থেকে মেয়েকে উদ্ধারের নামে অনলাইনে প্রতারণার শিকার মহিলা ! খোয়া গেল ৩৭ হাজার টাকা

Last Updated:

Scammers taking advantage of Ukraine Crisis cheat Bhopal woman: মেয়েকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনানোর নামে মধ্যপ্রদেশের ভোপালের এক মহিলা সম্প্রতি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ৷ তাঁর থেকে ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা ৷

Representative Image
Representative Image
ভোপাল: ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর ৷ গোটা দেশই এখন কার্যত রুশ বাহিনীর দখলে ৷ সর্বত্রই দাপট দেখাচ্ছে রুশ সেনারা ৷ ইউক্রেনের মানুষ এখন দেশ ছেড়ে পালাতে পারলে বাঁচেন ৷ কিন্তু সব ছেড়ে যাবেনই বা কোথায় ৷ মুহূর্তের মধ্যে বাড়ি, ঘর, জমি সব ছেড়ে কোথাও চলে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয় ৷ আবার এখন যা পরিস্থিতি, ইউক্রেনে থাকাটাও যথেষ্ট বিপদের ৷ যে কোনও মুহূর্তে কিছু ঘটে যেতে পারে ৷ ইতিমধ্যেই প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে ৷ সেই সংখ্যা আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা ৷ যদি না পরিস্থিতির দ্রুত কিছু উন্নতি হয় ৷
ইউক্রেনে প্রচণ্ড সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন আটকে থাকা ভারতীয়রা ৷ দেশের সরকার যে ভাবেই হোক, এক এক করে প্রত্যেক ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে ৷ যারা এখনও আটকে রয়েছেন, বলা বাহুল্য তাদের অবস্থা অত্যন্ত খারাপ ৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন প্রত্যেকেই ৷ খাবার, জল নেই- প্রচুর সমস্যায় পড়েছেন ইউক্রেনে আটকে থাকা এখন প্রত্যেক মানুষই ৷ এই পরিস্থিতির সুযোগ নিতে এখন নেমে পড়েছে অনলাইন জালিয়াতরাও ৷  মেয়েকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনানোর নামে মধ্যপ্রদেশের ভোপালের এক মহিলা সম্প্রতি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ৷ তাঁর থেকে ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর অফিস থেকে এই বার্তা পাঠানো হচ্ছে এবং নিজেকে পিএমও-তে কর্মরত বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই প্রতারক ৷ যে ফাঁদে পা দিয়ে প্রতারিত হতে হল মহিলাকে ৷ প্রথমে তাঁর কাছ থেকে ৪২ হাজার টাকা চাওয়া হয় ৷ বলা হয় মেয়েকে নিরাপদেই ফিরিয়ে আনা হবে ৷ কিন্তু এরপর আর তাকে ফোনে পান নি ওই মহিলা ৷ পরে অবশ্য ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়, কিছু ভুয়ো রশিদও পাঠানো হয় ৷ কিন্তু ব্যস ওই পর্যন্তই ৷ ৩৭ হাজার টাকা খোয়া যায় ওই মহিলার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইউক্রেন থেকে মেয়েকে উদ্ধারের নামে অনলাইনে প্রতারণার শিকার মহিলা ! খোয়া গেল ৩৭ হাজার টাকা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement