ইউক্রেন থেকে মেয়েকে উদ্ধারের নামে অনলাইনে প্রতারণার শিকার মহিলা ! খোয়া গেল ৩৭ হাজার টাকা

Last Updated:

Scammers taking advantage of Ukraine Crisis cheat Bhopal woman: মেয়েকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনানোর নামে মধ্যপ্রদেশের ভোপালের এক মহিলা সম্প্রতি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ৷ তাঁর থেকে ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা ৷

Representative Image
Representative Image
ভোপাল: ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর ৷ গোটা দেশই এখন কার্যত রুশ বাহিনীর দখলে ৷ সর্বত্রই দাপট দেখাচ্ছে রুশ সেনারা ৷ ইউক্রেনের মানুষ এখন দেশ ছেড়ে পালাতে পারলে বাঁচেন ৷ কিন্তু সব ছেড়ে যাবেনই বা কোথায় ৷ মুহূর্তের মধ্যে বাড়ি, ঘর, জমি সব ছেড়ে কোথাও চলে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয় ৷ আবার এখন যা পরিস্থিতি, ইউক্রেনে থাকাটাও যথেষ্ট বিপদের ৷ যে কোনও মুহূর্তে কিছু ঘটে যেতে পারে ৷ ইতিমধ্যেই প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে ৷ সেই সংখ্যা আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা ৷ যদি না পরিস্থিতির দ্রুত কিছু উন্নতি হয় ৷
ইউক্রেনে প্রচণ্ড সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন আটকে থাকা ভারতীয়রা ৷ দেশের সরকার যে ভাবেই হোক, এক এক করে প্রত্যেক ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে ৷ যারা এখনও আটকে রয়েছেন, বলা বাহুল্য তাদের অবস্থা অত্যন্ত খারাপ ৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন প্রত্যেকেই ৷ খাবার, জল নেই- প্রচুর সমস্যায় পড়েছেন ইউক্রেনে আটকে থাকা এখন প্রত্যেক মানুষই ৷ এই পরিস্থিতির সুযোগ নিতে এখন নেমে পড়েছে অনলাইন জালিয়াতরাও ৷  মেয়েকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনানোর নামে মধ্যপ্রদেশের ভোপালের এক মহিলা সম্প্রতি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ৷ তাঁর থেকে ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা ৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর অফিস থেকে এই বার্তা পাঠানো হচ্ছে এবং নিজেকে পিএমও-তে কর্মরত বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই প্রতারক ৷ যে ফাঁদে পা দিয়ে প্রতারিত হতে হল মহিলাকে ৷ প্রথমে তাঁর কাছ থেকে ৪২ হাজার টাকা চাওয়া হয় ৷ বলা হয় মেয়েকে নিরাপদেই ফিরিয়ে আনা হবে ৷ কিন্তু এরপর আর তাকে ফোনে পান নি ওই মহিলা ৷ পরে অবশ্য ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়, কিছু ভুয়ো রশিদও পাঠানো হয় ৷ কিন্তু ব্যস ওই পর্যন্তই ৷ ৩৭ হাজার টাকা খোয়া যায় ওই মহিলার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইউক্রেন থেকে মেয়েকে উদ্ধারের নামে অনলাইনে প্রতারণার শিকার মহিলা ! খোয়া গেল ৩৭ হাজার টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement