বিজয় মালিয়ার প্রত্যার্পণে বাধা রইল না, জানাল ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক
Last Updated:
#নয়াদিল্লি : তদন্তকারী সংস্থার জন্য সাফল্য ৷ ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়ে দিয়েছে লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যার্পনে কোনও বাধা নেই বলে জানিয়ে দিল ৷
মালিয়া ২০১৬-র ২ রা মার্চ ভারত ছেড়ে চলে গিয়েছিলেন বিজয় মালিয়া ৷ তিনি ৯ হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ ছেড়েছিলেন তিনি ৷ যেটা তিনি নিয়েছিলেন কিংফিশার এয়ারলাইন্সের জন্য ৷
এই জানুয়ারি BJP -র র্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন , ‘যাঁরা চিটিং করেছিলেন বা লুঠ করেছিলেন তাঁদের সকলকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হবে ৷ এটা ভাবা হবে না তিনি ভারতে আছেন না বিদেশে আছেন ৷ ’’
advertisement
advertisement
যদিও ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারবেন বিজয় মালিয়া ৷ ব্রিটেনের হাইকোর্টে ফ্রেবুয়ারির ৪ থেকে ১৪ দিনের মধ্যে এই আবেদন করতে হবে ৷ অরুণ জেটলি এই মুহূর্তে ব্রিটেনে চিকিৎসার জন্য রয়েছেন ৷
অরুণ জেটলি টুইট করে জানিয়েছেন, ‘‘বিরোধীরা যখন সারদা স্ক্যাম নিয়ে বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে তখন বিজয় মালিয়ার দিকে আরও একধাপ এগোল কেন্দ্র ৷ ’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2019 9:51 PM IST