উঠে যেতে পারে UGC এবং AICTE-এর মতো উচ্চ শিক্ষা দফতর

Last Updated:

উঠে যেতে পারে UGC এবং AICTE-এর মতো উচ্চ শিক্ষা দফতর

#নয়াদিল্লি: রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মতোই উঠে যেতে পারে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন(UGC) এবং অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর মতো কেন্দ্রীয় উচ্চ শিক্ষা দফতর ৷ শীঘ্রই এই দুই দফতরকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মানব সম্পদ উন্নয়ন দফতর ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, UGC এবং AICTE-কে মিশিয়ে একটিই উচ্চ শিক্ষা দফতর গড়ে তোলার কথা ভাবা হচ্ছে ৷ এই সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে হীরা (হায়ার এডুকেশন এমপাওয়ারমেন্ট রেগুলেশন এজেন্সি) ৷ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বেশ কিছুদিন ধরেই নন-টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিকে একই ছাতার নীচে আনার কথা ভাবছে ৷
একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী নীতি আয়োগ কমিটির সহযোগিতায় দুই উচ্চ শিক্ষা দফতরকে একত্রিত করার খসড়া ও পরিকল্পনা তৈরি করে ফেলেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷
advertisement
advertisement
HRD-এর মতে, এই দুই দফতর উচ্চ শিক্ষা ক্ষেত্র পরিচালনা করলেও এদের কাজের ক্ষেত্র কোথাও কোথাও একে অপরের সঙ্গে মিলে যায় ৷ এছাড়া দেখা যায় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শিক্ষাক্ষেত্রে কিছু প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে একটি বিভাগের সিদ্ধান্ত অপর বিভাগের সিদ্ধান্তের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে ৷ সেই অপ্রয়োজনীয় সমস্যা মেটাতেই দুই দফতরের বিলোপ ঘটিয়ে একটি দফতর তৈরি করতে চলেছে মন্ত্রক ৷ শীঘ্রই এবিষয়ে সরকারের অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উঠে যেতে পারে UGC এবং AICTE-এর মতো উচ্চ শিক্ষা দফতর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement