রাজধানীর রাস্তায় গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ উবের চালকের বিরুদ্ধে
Last Updated:
রাজধানীর বুকে ফের শ্লীলতাহানি ৷ অভিযোগের তির উবের চালকের বিরুদ্ধে ৷ অভিযোগ, মহিলা যাত্রীকে গাড়িতে আটক করে শ্লীলতাহানির চেষ্টা করে ওই উবের চালক ৷
#নয়াদিল্লি: রাজধানীর বুকে ফের শ্লীলতাহানি ৷ অভিযোগের তির উবের চালকের বিরুদ্ধে ৷ অভিযোগ, মহিলা যাত্রীকে গাড়িতে আটক করে শ্লীলতাহানির চেষ্টা করে ওই উবের চালক ৷
উবের সংস্থার তরফ থেকে জানান হয়েছে, ‘যাত্রী নিরাপত্তা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ৷ অভিযুক্ত উবের চালকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷’ পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে উবের সংস্থা৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছ ৷
পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি অফিসে কাজ করেন অভিযোগকারিনী ৷ গত ৯ মার্চ অফিস যাওয়ার জন্য তিনি নিজের বাড়ি হরিয়ানার কুন্ডলি থেকে উবের বুক করেন ৷ কিন্তু সেই গাড়িটিতে নাকি কোনও নম্বর প্লেট ছিল না ৷ এমনকী, গাড়ি চালক মত্ত অবস্থাতে ছিল বলেও জানিয়েছেন ওই অভিযোগকারিনী ৷ গাড়িতে উঠতেই তরুণীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য় করে অভিযুক্ত ৷ এরপর ওই তরুণী প্রতিবাদ করলে গাড়ির দরজা লক করে রাস্তা ঘুরিয়ে তাকে একটি নির্জন রাস্তায় নিয়ে যায় বলে অভিযোগ ৷ পাশাপাশি হুমকি দেওয়া বলেও অভিযোগ জানিয়েছেন ওই তরুণী ৷ এরপর কিছুটা দূর যাওয়ার পর সিএনজি স্টেশনের কাছে অভিযুক্ত চালক গাড়ির গতি কিছুটা কমাতেই গাড়ি থেকে বেরিয়ে আসেন ওই তরুণী ৷ উবের চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী ৷
advertisement
advertisement
হরিয়ানার সোনেপত থেকে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির মধ্যেই ছিল অভিযুক্ত চালক। জানা গিয়েছে, তার ড্রাইভিং লাইসেন্সও নেই। এমনকী, সে নাকি উবের সংস্থার সঙ্গে যুক্তও নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2018 2:02 PM IST