পুলওয়ামায় সেনার অভিযানে খতম দুই জঙ্গি, আবারও প্রাণ দিলেন সেনাকর্মী
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
সকাল ছ'টা নাগাদ জম্মু কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, এনকাউন্টার চলছে।
#শ্রীনগর: মঙ্গলবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল পুলওয়ামা। জঙ্গিদের গুলিতে নিহত হলেন এক সেনা। গুরুতর আহত একজন নিরাপত্তারক্ষী। তবে পুলিশ সূত্রে খবর, লুকিয়ে থাকা দুই জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ পুলওয়ামায় অভিযান চালায় সিআরপিফ-এর ১৮৩ নং ব্যাটেলিয়ান, রাষ্ট্রীয় রাইফেল ইউনিট এবং জম্মু কাশ্মীর পুলিশ। আগেভাগেই তাঁরা খবর পান দুই জঙ্গি ঘাঁটি গেড়েছে এই অঞ্চলে।
সকাল ছ'টা নাগাদ জম্মু কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, এনকাউন্টার চলছে। এক জঙ্গি খতম হয়েছে। মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি।
advertisement
advertisement
#PulwamaEncounterUpdate: So far 01 #unidentified #terrorist killed. Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/1dqRSp6uA8
— Kashmir Zone Police (@KashmirPolice) July 7, 2020
গত এক মাসে উপত্যকায় অন্তত ৪৮ জন জঙ্গি নিকেশ করেছে যৌথবাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিংহ জানান, " শেষ পাঁচ মাসে ১০০-র বেশি জঙ্গিকে খতম করেছে বাহিনী। এর মধ্যে অন্তত ৫০ জন হিজবুল মুজাহিদ্দিন, ২০ জন লস্কর-ই-তইবা ও ২০ জন জইশ-ই-মহম্মদের প্রতিনিধি। বাকিরা ছোট ছোট জঙ্গিগোষ্ঠীর প্রতিনিধি।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2020 9:39 AM IST