Woman harassed: দুই সেনা কর্মীকে ব্যাপক মারধর, ধর্ষণের শিকার সঙ্গে থাকা বান্ধবী, ঘটনার তীব্র সমালোচনায় রাহুল গান্ধি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
পিকনিক স্পটের কাছে মহিউ-মণ্ডলেশ্বর রোডের কাছে গাড়িটা দাঁড়িয়েছিল৷ তখনই সাতজনের একটা দুষ্কৃতির দল তাঁদের উপর হামলা করে৷
ইন্দোর: ভোরবেলা দু’জন তরুণ সেনাকর্মীকে মারধরের ঘটনা ঘটে৷ এখানেই শেষ নয়, তাঁদের সঙ্গে থাকা এক মহিলাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ৷ ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধি৷
ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোরে৷ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুজন সেনা কর্মী ও তাঁদের দুই মহিলাবন্ধু একসঙ্গে পিকনিকে যায়৷ পরেরদিন ভোর ২টোর দিকে বুধবার ভোরবেলা৷ পিকনিক স্পটের কাছে মহিউ-মণ্ডলেশ্বর রোডের কাছে গাড়িটা দাঁড়িয়েছিল৷ তখনই সাতজনের একটা দুষ্কৃতির দল তাঁদের উপর হামলা করে৷
advertisement
advertisement
গাড়িতে তখন একজন সেনাকর্মী ছিলেন৷ তাঁকেও এই দুষ্কৃতিরা ভয়ানক মার ধরে করে বলে অভিযোগ৷ বাদ যাননি তাঁদের সঙ্গে থাকা মহিলারাও৷ একজন মহিলাকে জোর করে টেনে নিয়ো যায়৷ অন্য আর একজন সেনা যিনি গাড়ি থেকে কিছুটা দূরে ছিলেন, মহিলার চিৎকার শুনতে পান৷ তিনিই পুরো ঘটনা তাঁর সিনিয়রদের জানান৷ তারপরই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ ইতিমধ্যেই পুলিশ আসার খবরে অপরাধীরা চম্পট দেয়৷
advertisement
সকাল সাড়ে ছটার দিকে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই একজন মহিলার উপর ধর্ষণের প্রমাণও পাওয়া যায়৷
ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অপরাধীদের বিরুদ্ধে লুট, ডাকাতি, ধর্ষণ-সহ একাঝিক ধারায় মামলা রজু করা হয়েছে৷ দুষ্কৃতিদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
advertisement
এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাহুল গান্ধি৷ তিনি এর জন্য বিজেপি শাসিত রাজ্যেগুলিতে আইনশৃঙ্খলা অবনতিকে দায়ী করেছেন৷
मध्य प्रदेश में सेना के दो जवानों के साथ हिंसा और उनकी महिला साथी के साथ दुष्कर्म पूरे समाज को शर्मसार करने के लिए काफी है।
भाजपा शासित राज्यों की कानून व्यवस्था लगभग अस्तित्वहीन है – और, महिलाओं के खिलाफ़ दिन प्रतिदिन बढ़ते अपराधों पर भाजपा सरकार का नकारात्मक रवैया अत्यंत…
— Rahul Gandhi (@RahulGandhi) September 12, 2024
advertisement
তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘দুই সেনা সৈন্যেকে মারধর ও তাঁদের মহিলা সঙ্গীকে ধর্ষণের ঘটনা পুরো সমাজকে লজ্জা দেওয়া জন্য যথেষ্ট৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে৷’’
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 3:35 PM IST