• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • হেলেনের 'পিয়া তু আব তো আজা'র সঙ্গে তাল মিলিয়ে তুমুল নাচ ২ মহিলার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হেলেনের 'পিয়া তু আব তো আজা'র সঙ্গে তাল মিলিয়ে তুমুল নাচ ২ মহিলার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে হেলেনের অনবদ্য এনার্জেটিক পারফরমেন্সের সঙ্গে কোমর দোলেনি এমন ভারতীয় কমই আছেন।

আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে হেলেনের অনবদ্য এনার্জেটিক পারফরমেন্সের সঙ্গে কোমর দোলেনি এমন ভারতীয় কমই আছেন।

আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে হেলেনের অনবদ্য এনার্জেটিক পারফরমেন্সের সঙ্গে কোমর দোলেনি এমন ভারতীয় কমই আছেন।

 • Share this:

  #কলকাতা: আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে হেলেনের অনবদ্য এনার্জেটিক পারফরমেন্সের সঙ্গে কোমর দোলেনি এমন ভারতীয় কমই আছেন। যেমন সুরেলা দমদার গান, তেমনই হেলেনের মোহময়ী নাচ। দুইয়ের যুগলবন্দিতে আজও মোহিত দর্শক। পিয়া গানের কম্পোজার ছিলেন আর ডি বর্মণ।

  এবার সেই একই গানে নেচে নেটিজেনদের মন জয় করে নিলেন দুই বর্ষীয়ান মহিলা। দু'জনের নাচের ১৫ সেকেন্ডের একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   কিছু কিছু জিনিস যেমন মানুষের মনকে ভারাক্রান্ত করে, ঠিক তেমনই কিছু কিছু বিষয় দেখলে মন ভাল হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই। প্রতিবেদনের পাঠকরা দুই মহিলার সম্পর্কে কোনও তথ্য না পেলে, এই ভিডিও দেখে তাঁদের যে মন ভাল হবে যাবে, তা বলাই বাহুল্য।

  ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ি পরে দুই বর্ষীয়ান মহিলা রাস্তার পাশেই আশা ভোঁসলের 'পিয়া তু আব তো আজা' গানে তুমুল নাচছেন। সেই নাচে রয়েছে স্বতঃস্ফূর্তটা। আশেপাশে কি হচ্ছে, সে দিকে খেয়াল নেই তাঁদের। দুজনেই যেন দু'জনের নাচকে টেক্কা দিচ্ছেন। তাঁদের নাচের ভঙ্গিমা দেখে আপনার মনে হতেই পারে, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত।

  সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জনৈক @peechetodekho তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছে। ইরতিমধ্যেই তা দেখে ফেলেছেন বহু মানুষ। অনেকেই তাঁদের নাচের ভূয়সী প্রশংসা করেছেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তি পেয়েছিল 'জিতেন্দ্র এবং আশা পারেখ অভিনীত 'ক্যারাভ্যান'। সেখানেই আইটেম সং 'পিয়া তু' তে নেচে পুরুষ হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন হেলেন।

  Published by:Shubhagata Dey
  First published: