Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে ত্রিপুরা, সেনা নামাল কেন্দ্র

Last Updated:

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পরিস্থিতি এতটাই খারাপ যে, ৫ হাজার আধাসামরিক বাহিনী উড়িয়ে আনা হল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ মোট ২০ কোম্পানি সেনা কাশ্মীর থেকে তুলে আনা হয়েছে৷

#গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তপ্ত উত্তর-পূর্ব ভারত৷ শয়ে শয়ে সেনা মোতায়েন করা হচ্ছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ নাগরিকত্ব বিলের বিরোধিতায় স্তব্ধ ত্রিপুরার পরিস্থিতি সামাল দিতে ২ কলাম সেনা মোতায়েন করল কেন্দ্র৷ সেনা মোতায়েন করা হয়েছে অসমেও৷
advertisement
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পরিস্থিতি এতটাই খারাপ যে, ৫ হাজার আধাসামরিক বাহিনী উড়িয়ে আনা হল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ মোট ২০ কোম্পানি সেনা কাশ্মীর থেকে তুলে আনা হয়েছে৷ বাকি ৩০ কোম্পানি সেনা দেশের অন্যান্য জায়গা থেকে তুলে উত্তর-পূর্ব ভারতে মোতায়েন করা হয়েছে৷ সিআরপিএফ, বিএসএফ ও সশস্ত্র সেনা বল-- এই তিন বাহিনী থেকে সেনা মোতায়েন করা হয়েছে৷
advertisement
অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের বিক্ষোভে গোটা উপত্যকা বন্ধ৷ SFI, DYFI, AIDWA, AISF ও AISA-সহ একাধিক বাম ছাত্র সংগঠন পৃথক ভাবে বন্‍‌ধ শুরু করেছে৷ গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল৷ পোড়ানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কুশপুতুল৷ অসমের ডিব্রুগড়ে বন্‍ধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিআইএসএফ জওয়ানদের৷ তিন বিক্ষোভকারী আহত হয়েছেন৷ অয়েল ইন্ডিয়া-র কর্মীদের অফিসে ঢুকতে বাঁধা দেওয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা৷ অবস্থা এতটাই শোচনীয়, সর্বানন্দ সোনওয়াল ও অন্যান্য মন্ত্রীদের কনভয়ের রুট বদল করতে হচ্ছে৷ রেল জানিয়েছে, অসমে ট্রেন পরিষেবাও ব্যাহত৷ গুয়াহাটিতে বিজেপি অফিস, দূরদর্শন, অসম গণপরিষদ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর মালিকানাধীন একটি টিভি চ্যানেলের বাইরে চলছে বিক্ষোভ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বার্তা, রাজ্যে শান্তি বজায় রাখুন৷ কোনও ভুল তথ্য ছড়াবেন না৷
advertisement
advertisement
শিলঘাট, টংলা, ধেমাজিতে অবরোধে আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। জাতীয় সড়ক, রাজ্য সড়কগুলিতে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হচ্ছে। ১৪৪ ধারা অমান্য করে প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছে। ভাঙা হচ্ছে বাস-গাড়ি। বিভিন্ন জায়গায় পুলিশ ও সিআরপির সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। দুদিনের টানা বন্‌ধে কাজিরাঙায় বহু পর্যটক আটকে পড়েন। কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনশন শুরু করেছেন। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আলফার পতাকা ওড়ানো হয়েছে। নিউ গুয়াহাটি স্টেশনে আন্দোলনে যোগ দেন রেলকর্মীদের একাংশও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে ত্রিপুরা, সেনা নামাল কেন্দ্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement