• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, গুলিতে মৃত ২ ভারতীয় নাগরিক

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, গুলিতে মৃত ২ ভারতীয় নাগরিক

Representative Image

Representative Image

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, গুলিতে মৃত ২ ভারতীয় নাগরিক

 • Share this:

   #শ্রীনগর: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। আরএস পুরা, সাম্বা ও কাটুয়া সেক্টরে পাক সেনার গুলি। আরএস পুরায় নিহত ২ স্থানীয় বাসিন্দা ৷ নিহতদের নাম রঞ্জিত সিং ও তিলক রাম ৷ আহত আরও ৪ । পাল্টা জবাব বিএসএফ জওয়ানদের ৷ দু-পক্ষের গোলাগুলি ঘিরে রীতিমতো থমথমে নিয়ন্ত্রণ রেখা।

  আরএস পুরা সেক্টরে এখনও চলছে গোলাগুলি ৷ বিএসএফের ডিজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আর এস পুরা, রামগড়, সুপচিতগড় সেক্টরে চলছে সংঘর্ষ ৷ ২৬ জানুয়ারির জন্য হামলা চালাচ্ছে পাকিস্তান ৷ পাক হামলায় ৬ জন জখম হয়েছেন ৷ বিএসএফ জওয়ানরাও পাল্টা জবাব দিচ্ছে ৷ পরিস্থিতি সামাল দিতে সব ব্যবস্থা রয়েছে ৷’

  বৃহস্পতিবারও একইভাবে সাম্বা জেলার আর এস পুরা সেক্টরে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি-গোলা ৷ বুধবার রাতে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। গুলিতে নিহত হন বিএসএফ-এর ৭৮ ব্যাটালিয়নের হেড কনস্টেবল এ সুরেশ। ভারতের পালটা জবাবে মারা গিয়েছে চার পাক সেনা। চারটি সেনা ছাউনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানের দাবি, দুই পাক সেনার মৃত্যু হয়েছে। আহত পাঁচ। ভারতের বিরুদ্ধে শিয়ালকোট সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ডেপুটি হাই কমিশনারকে ডেকেও পাঠানো হয়েছে। বিএসএফ ডিজি জানিয়েছেন, পাক সেনাকে উচিত শিক্ষা দিতে কড়া জবাবের নির্দেশ দেওয়া হয়েছে।

  বারবার পাক সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে কড়া অবস্থানের কথা আগেই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এদিনের ঘটনা প্রসঙ্গে ফের একবার সেই অবস্থানই স্পষ্ট করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। চোখের বদলে চোখ নীতি নেওয়ার কথা বলেছেন পঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও।

  সেনাপ্রধান বিপিন রাওয়াত ও পাকিস্তানের বাক-তরজায় দু-দেশের সীমান্ত উত্তেজনার আঁচ আগেই মিলেছে। এমন পরিস্থিতিতে ওড়িশার উপকূল লাগোয়া দ্বীপ থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ব্যালাস্টিক মিসাইল অগ্নি-ফাইভের সফল পরীক্ষা করল ভারত। পাকিস্তান তো বটেই, অগ্নি-ফাইভ নিখুঁতভাবে চিনের যেকোনও জায়গায় হামলা চালাতে সক্ষম।

  First published: