Omicron Variant Found in India: ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন! খোঁজ মিলল দুই আক্রান্তের, জানালো কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ওমিক্রনে আক্রান্ত ৩৭৩ জনের খোঁজ মিলেছে৷
#দিল্লি: ভারতেও শেষ পর্যন্ত ঢুকেই পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron Variant Found in India)৷ ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু' জনের খোঁজ মিলেছে বলে এ দিন কেন্দ্রীয় সরকারের তরফেই জানানো হয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, কর্ণাটকেই দুই আক্রান্তের খোঁজ মিলেছে৷
লভ আগরওয়াল জানিয়েছেন, ওমিক্রনে (Omicron) আক্রান্ত দু' জনেই পুরুষ৷ তাঁদের মধ্যে একজনের বয়স ৬৬ বছর এবং অন্যজনের ৪৬৷ তবে আক্রান্ত দু' জনেই বিদেশি বলে এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ ১১ এবং ২০ নভেম্বর যথাক্রমে তাঁরা বেঙ্গালুরুতে পৌঁছন৷
advertisement
advertisement
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ ভারতে ওমিক্রনকে রুখতে ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তার পরেও ওমিক্রনের হানা রোখা গেল না৷
তবে ওমিক্রন ভারতে ঢুকে পড়লেও মানুষকে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল হওয়ার আবেদন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব৷ লভ আগরওয়াল বলেন, 'মাস্ক পরাটা খুবই গুরুত্বপূর্ণ, এ কথা মাথায় রাখতে হবে৷ এ ছাড়াও খোলামেলা পরিবেশে থাকা প্রয়োজন৷ কারণ শীতের সময় আমাদের অভ্যাসই দরজা, জানলা বন্ধ করে থাকা৷ কিন্তু এখন ঘরের ভিতরেও হাওয়া, চলাচল করতে দেওয়াটা খুবই জরুরি৷'
advertisement
প্রথমে দক্ষিণ আফ্রিকায় খোঁজ মিলেছিল ওমিক্রনের৷ এর পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট৷ বিশেষজ্ঞদের মতে, করোনার ডেল্টা স্ট্রেনের থেকেও দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখে ওমিক্রন৷
advertisement
আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল৷ কিন্তু ভারতে ওমিক্রনের সন্ধান মেলার পর কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলেই মনে করা হচ্ছে৷ কারণ কয়েকদিন আগে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে একই পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
লভ আগরওয়াল জানিয়েছেন, ওমিক্রন ঝুঁকি যে দেশগুলিতে বেশি, সেখান থেকে ভারতে এলে বিমানযাত্রীদের আরটি- পিসিআর টেস্ট করাতে হবে৷ রিপোর্ট পজিটিভ এলে সরকারি বিধি অনুসারেই তাঁদের চিকিৎসা করানো হবে৷ রিপোর্ট নেগেটিভ হলে সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2021 4:39 PM IST