UPSC-তে শীর্ষস্থান দখল করে সাফল্যের জন্য প্রেমিকাকে ধন্যবাদ জানালেন ছাত্র
Last Updated:
২৬ বছরের সেই সফল পরীক্ষার্থীর নাম কণিশক কাটারিয়া ৷ তবে শুধুমাত্র এই সাফল্যের জন্য নয়, কণিষ্ক নেটিজেনদের মন জিতে নিয়েছেন অন্য একটি কারণেও ৷
#নয়াদিল্লি: সিভিল সার্ভিস ফাইনাল পরীক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি ৷ ২৬ বছরের সেই সফল পরীক্ষার্থীর নাম কণিষ্ক কাটারিয়া ৷ তবে শুধুমাত্র এই সাফল্যের জন্য নয়, কণিষ্ক নেটিজেনদের মন জিতে নিয়েছেন অন্য একটি কারণেও ৷
ছোট থেকেই একটা কথা বরাবরই সকলকে শুনতে হয়েছে প্রেম-ভালবাসা করলে নাকি পড়াশোনা হয় না ৷ সে কারণে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে ছেলেমেয়েরা প্রেম করলে তাতে প্রবল আপত্তি জানান অভিভাবকরা ৷ তাঁদের মতে এতে ভাল রেজাল্ট হয় না ৷ কিন্তু সেই প্রচলিত ধারনার মুখে একেবারে যোগ্য জবাব ছুড়ে দিয়েছেন কণিষ্ক ৷ UPSC-তে শীর্ষস্থান দখল করে দেখিয়ে দিয়েছেন বম্বে আইআইটি-র বি-টেকের এই ছাত্র ৷
advertisement
Kanishak Kataria, AIR 1 in #UPSC final exam: It's a very surprising moment. I never expected to get the 1st rank. I thank my parents, sister & my girlfriend for the help & moral support. People will expect me to be a good administrator & that's exactly my intention. #Rajasthan pic.twitter.com/IBwhW8TJUs
— ANI (@ANI) April 5, 2019
advertisement
advertisement
রেজাল্ট বেরনোর পর এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কণিষ্ক বাবা-মা আর দিদির পাশাপাশি প্রেমিকাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ তবে কণিষ্ক জানান, কখনও তিনি ভাবেননি যে সত্যিই দেশের মধ্যে প্রথম স্তান অধিকার করবেন তিনি ৷ ২০১৮-র এই পরীক্ষায় সারা দেশের মধ্যে ৫ লক্ষ ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন ৷ তারমধ্যে সফল হয়েছেন মাত্র ৭৫৯ জন ৷ সফল ছাত্রছাত্রীরা IAS (Indian Administrative Service), IPS (Indian Police Service), IFS (Indian Foreign Service) পদের জন্য মনোনীত হতে পারবেন ৷ এই ভিডিও ট্যুইটারে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় ৷ কণিষ্কের বক্তব্য শুনে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷
advertisement
I absolutely love that he said girlfriend. So many years of subtle conditioning shattered in a small little statement. 'Achhe bache yeh sab nahi karte' et. all. https://t.co/o3eNKV0b4r — Life-given Liz lemons (@GuptRogue) April 5, 2019
Location :
First Published :
April 08, 2019 3:56 PM IST