UPSC-তে শীর্ষস্থান দখল করে সাফল্যের জন্য প্রেমিকাকে ধন্যবাদ জানালেন ছাত্র

Last Updated:

২৬ বছরের সেই সফল পরীক্ষার্থীর নাম কণিশক কাটারিয়া ৷ তবে শুধুমাত্র এই সাফল্যের জন্য নয়, কণিষ্ক নেটিজেনদের মন জিতে নিয়েছেন অন্য একটি কারণেও ৷

#নয়াদিল্লি: সিভিল সার্ভিস ফাইনাল পরীক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি ৷ ২৬ বছরের সেই সফল পরীক্ষার্থীর নাম কণিষ্ক কাটারিয়া ৷ তবে শুধুমাত্র এই সাফল্যের জন্য নয়, কণিষ্ক নেটিজেনদের মন জিতে নিয়েছেন অন্য একটি কারণেও ৷
ছোট থেকেই একটা কথা বরাবরই সকলকে শুনতে হয়েছে প্রেম-ভালবাসা করলে নাকি পড়াশোনা হয় না ৷ সে কারণে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে ছেলেমেয়েরা প্রেম করলে তাতে প্রবল আপত্তি জানান অভিভাবকরা ৷ তাঁদের মতে এতে ভাল রেজাল্ট হয় না ৷ কিন্তু সেই প্রচলিত ধারনার মুখে একেবারে যোগ্য জবাব ছুড়ে দিয়েছেন কণিষ্ক ৷ UPSC-তে শীর্ষস্থান দখল করে দেখিয়ে দিয়েছেন বম্বে আইআইটি-র বি-টেকের এই ছাত্র ৷
advertisement
advertisement
advertisement
রেজাল্ট বেরনোর পর এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কণিষ্ক বাবা-মা আর দিদির পাশাপাশি প্রেমিকাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ তবে কণিষ্ক জানান, কখনও তিনি ভাবেননি যে সত্যিই দেশের মধ্যে প্রথম স্তান অধিকার করবেন তিনি ৷ ২০১৮-র এই পরীক্ষায় সারা দেশের মধ্যে ৫ লক্ষ ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন ৷ তারমধ্যে সফল হয়েছেন মাত্র ৭৫৯ জন ৷ সফল ছাত্রছাত্রীরা IAS (Indian Administrative Service), IPS (Indian Police Service), IFS (Indian Foreign Service) পদের জন্য মনোনীত হতে পারবেন ৷ এই ভিডিও ট্যুইটারে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় ৷ কণিষ্কের বক্তব্য শুনে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
UPSC-তে শীর্ষস্থান দখল করে সাফল্যের জন্য প্রেমিকাকে ধন্যবাদ জানালেন ছাত্র
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement