জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা, ট্যুইটারে নিন্দার ঝড়

Last Updated:

রবিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান

#শ্রীনগর: রবিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি ৷ ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন দেশের রাজনৈতিক মহল ৷
জন্মু-কাশ্মীরের উরি হামলা তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নরেন্দ্র মোদি ট্যুইট করে লেখেন, ‘উরি হামলার তীব্র নিন্দা করছি ৷ আমি গোটা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই হামলার পিছনে যারা রয়েছে তারা শাস্তি পাবেই !’
advertisement
advertisement
advertisement
মোদি ট্যুইট করে আরও লেখেন, ‘উড়ি হামলায় যে সমস্ত সেনারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি ৷ গোটা দেশ তাঁদের মনে রাখবে বীরসেনা হিসেবে ৷’
জন্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টার উরি হামলার নিন্দা করে জন্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা ট্যুইট করে বলেন, ‘উরি হামলার খবরটা ভয়ানক ৷ ১৭ সেনা নিহত ও প্রচুর আহত ৷ মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷’
advertisement
রবিবার ভোর রাতে হওয়া উরি হামলা নিয়ে ট্যুইট করেন জাতীয় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও ৷ তিনি ট্যুইট করে লেখে, ‘উরি হামলার তীব্র নিন্দা করছি ৷ মৃত সেনাদের পরিবারের প্রতি সমব্যথিত ৷ ’
advertisement
ট্যুইট করে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানান, ‘জন্মু-কাশ্মীরের অবস্থার কথা মাথায় রেখেই আমার রাশিয়া ও মার্কিন সফর আপাতত বাতিল করলাম ৷’
advertisement
উরি সেক্টরে ফের জঙ্গি হামলা ৷ রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ জঙ্গি হামলার জেরে বিদেশ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি ৷
advertisement
সূত্রের খবর, এদিন ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ তারা আত্মঘাতী হামলা চালানোর ছক কষেছিল বলে মনে করা হচ্ছে। ক্যাম্পে এখনও চলছে সেনা জঙ্গি গুলির লড়াই ৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী ৷
রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ঢুকেছে বলে মনে করা হচ্ছে ৷ তবে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে হেডকোয়ার্টারে হামলা চালাল জঙ্গিরা ?
খবর পেয়ে উরির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রধান জেনারেল দলবীর সিং ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলে জানা গিয়েছে ৷ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরিরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন রাজনাথ সিং ৷
ঠিক একই ভাবে চলতি বছেরের শুরুতে সেনার হামলা চালানো হয় পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে ৷ পোশাকে পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকা পাঠানকোটের বিমানঘাঁটিতে ঢোকে ছয় জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ ছক কষে তিন দিক থেকে হামলা চালায় জঙ্গিরা ৷ পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার পর একই ভাবে সেনার হেড কোয়ার্টারে হামলার ঘটনার পর নিরাপত্তার গলদ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা, ট্যুইটারে নিন্দার ঝড়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement