PM Modi Speech In Parliament: 'কোটি কোটি দেশবাসীর ভরসা মোদির উপরেই, মিথ্যা অভিযোগ করে লাভ নেই', বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর
- Published by:Rachana Majumder
Last Updated:
PM Modi Speech In Parliament: মোদি এর আগে ভাষণে আক্রমণ করেন পূর্ববর্তী ইউপিএ সরকারকেও৷
নয়াদিল্লি: বিরোধীদের আক্রমণের সাফ জবাব দিলেন প্রধানমন্ত্রী৷ এদিন মোদি স্পষ্ট জানান, ১৪০ কোটি দেশবাসীর ভরসাই তাঁর রক্ষাকবচ৷ তাঁর বার্তা, 'মোদিকে গালাগালি করলে লাভ হবে না। মনে রাখবেন, মোদির ওপরই ভরসা দেশবাসীর। মোদির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে কোনও লাভ নেই।'
বাজেটের জবাবী ভাষণে বিরোধীদের আক্রমণের পাশাপাশি বেশ কিছু কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘কেউ কেউ ভারতের অগ্রগতি সহ্য করতে পারছেন না৷ শেষ ন’বছর ধরে সারা দেশে ৯০ হাজার স্টার্ট আপ চালু হয়েছে৷ সারা পৃথিবীতে এটিই তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ তৈরির দেশ৷ সেই উন্নতি কেউ কেউ সহ্য করতে পারছে না৷’
advertisement
মোদি এর আগে ভাষণে আক্রমণ করেন পূর্ববর্তী ইউপিএ সরকারকেও৷ মোদি মত প্রকাশ করে বলেন, যে ১০ বছর ইউপিএ জোট সরকার চালিয়েছে দেশে, সেই সময়ে সবচেয়ে বেশি পরিমাণে দূর্নীতি হয়েছে৷ তিনি বলেন, ‘২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ভারতের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি দেখে ভারত৷ সেই সময়ে ভারতে সবচেয়ে বেশি মাথা তুলে দাঁড়িয়েছিল জঙ্গিগোষ্ঠীগুলি৷ সেই দশ বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিজের অবস্থান নষ্ট করেছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: খুনের পরে মিক্সারে শ্রদ্ধার হাড় গুঁড়ো করেছিল আফতাব, অর্ডার দিয়ে আনিয়েছিল চিকেন রোল, ৬,৬০০ পাতার চার্জশিটে আর যে সমস্ত হাড়হিম করা তথ্য সামনে এল
মোদি এর পর উল্লেখ করেছেন টু’জি স্পেক্ট্রাম দূর্নীতির কথাও৷ বলেছেন সেই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা অস্থির হয়ে পড়েছিল৷ উল্টোদিকে দাঁড়িয়ে বর্তমান সরকারের আমলে দেশের উন্নতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷
advertisement
মোদি বলেন, ‘‘পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধ বিগ্রহের কারণে অর্থনৈতিক অস্থিরতা দেখেছে৷ কোনও কোনও দেশে মূদ্রাস্ফীতি তীব্র আকার ধারণ করেছে, কোথাও কোথাও বেকারত্বের করাল থাবা এসে গ্রাস করেছে৷ তার মধ্যে রয়েছে আমাদের প্রতিবেশী দেশও৷ এই কঠিন সময়েও ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উপস্থিত হচ্ছে৷’’
কংগ্রেসকেও দলীয় স্তরে এদিন আক্রমণ করেন প্রধানমন্ত্রী৷ সমস্ত বিরোধী দলগুলিকে আক্রমণ করে মোদি বলেন, ‘‘বিভিন্ন বিরোধীগুলির উচিত ইডি-কে ধন্যবাদ জানানো৷ কারণ তাঁরা এই বিরোধী গোষ্ঠীকে এক ছাতার তলায় নিয়ে এসেছে৷’’ এমনিতে সারা দেশজুড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে৷ এখন সেই নিয়ে বিরোধীরা স্বর তুলেছে, ঘুরিয়ে সেই বিষয়েই মোদি জবাব দিলেন বলে মনে করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 9:48 PM IST