Tripura Women Scheme: উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্ট করলে 'স্কুটি'! লাখ লাখ টাকার 'বন্ড', মেয়েদের জন্য দুর্দান্ত ঘোষণা ত্রিপুরায়
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura Women Scheme: বাংলা মডেল এবার বিজেপি শাসিত ত্রিপুরাতেও? কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ত্রিপুরার মেয়েদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন পরিকল্পনা ঘোষণা করলেন। এরমধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা।
আগরতলা: ত্রিপুরার কন্যা সন্তানদের জন্য এই রাজ্য সরকারের দুটি নতুন যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ত্রিপুরার মেয়েদের জন্য রাজ্য সরকারের দুটি নতুন পরিকল্পনা ঘোষণা করলেন। এরমধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা।
আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে এই ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।
advertisement
advertisement
সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমি ত্রিপুরা সরকারের দুটি বড় স্কিম ঘোষণা করছি। এরমধ্যে প্রথমটি – মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে বিপিএল পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে ত্রিপুরা সরকার সেই নবজাত কন্যা সন্তানের নামে ৫০ হাজার টাকার বন্ড দাখিল করবে। এরপর মেয়েটি ১৮ বছর হলে সে বন্ডটি গ্রহণ করবে এবং যার মূল্য হবে ৮ থেকে ১০ লক্ষ টাকা।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষিত অপর প্রকল্পটি হচ্ছে – মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। যে প্রকল্পের আওতায় সমস্ত স্তরের বোর্ড পরীক্ষায় বসা ১৪০ জন মেধাবী উচ্চ মাধ্যমিক ছাত্রীকে স্কুটি প্রদানের ব্যবস্থা করা হবে। আর এই দুটি প্রকল্পেরই পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
advertisement
তিনি আরও বলেছেন, ত্রিপুরার জনগণের ব্যাপক উৎসাহ মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সরকারের প্রতি ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করছে। জনগণের সেবক হিসেবে আমরা ত্রিপুরার আশীর্বাদ অর্জন করছি। আমরা তৃণমূল স্তরে অন্তিম ব্যক্তি পর্যন্ত কল্যাণ নিশ্চিত করছি। আমাদের নীতিগুলি শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ নয়, ত্রিপুরার মানুষের সামগ্রিক উপকার সাধনে আমরা কাজ করছি। লোকসভা নির্বাচনের পরে এটি আমার প্রথম সফর এবং আমি ত্রিপুরার জনগণকে ২০১৯ সালে এবং আবার ২০২৪ সালে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 8:44 AM IST