Tripura Police: কী অবস্থা ত্রিপুরায়! ওসি-কে বেদম মার ক্লাবকর্তাদের, কয়েক ঘণ্টার মধ্যে সকলের জামিন! তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura Police: ভাইরাল ভিডিও ঘিরে সোচ্চার হন সকলেই। এর মধ্যে চাপে পড়ে সাত জনকে গ্রেফতার করা হয়। শেষে তারা কয়েক ঘন্টার মধ্যেই আদালত থেকে জামিন পেয়ে যান।
আগরতলা: ওসি পিটিয়েও গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন ত্রিপুরার বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবের সাত কর্মকর্তা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাউন্ড বক্স বন্ধ করতে গিয়ে হেনস্থার শিকার হন বিলোনিয়া থানার ওসি। কর্তব্যরত অবস্থায় থাকা ওসিকে যেভাবে অস্থায়ী স্টেজ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে এনে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হয়, তা নজর এড়ায়নি কারও।
advertisement
ভাইরাল ভিডিও ঘিরে সোচ্চার হন সকলেই। এর মধ্যে চাপে পড়ে সাত জনকে গ্রেফতার করা হয়। শেষে তারা কয়েক ঘন্টার মধ্যেই আদালত থেকে জামিন পেয়ে যান।
advertisement
ওরিয়েন্টাল ক্লাবের সম্পাদক অলক বণিক, পূজা কমিটির সম্পাদক বিজয় বিশ্বাস, পূজা কমিটির সভাপতি শ্রীবাস সেন, ক্লাব সদস্য সুব্রত দেবনাথ, লিটন দেবনাথ, আদিত্য দত্ত এবং লিটন হাজারি। আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে।
advertisement
ত্রিপুরার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ বলেন, ”স্কুলের বাচ্চা আর বিরোধীদের সামনে পুলিশ হল সিংহ। আর শাসক দল ঘনিষ্ঠদের সামনে ইঁদুর। আশা করব, পুলিশ যথাযথ ভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুনরায় সচেষ্ট হবে।” তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, ”এই তো অবস্থা ডবল ইঞ্জিন সরকারের। পুলিশ পেটালেও ছাড়। এরা আবার বাংলা নিয়ে বড় বড় কথা বলে।” ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ”আইন আইনের পথে চলবে। যারা প্রকৃত অপরাধী, তারা শাস্তি পাবেই।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 1:37 PM IST

