Tripura Panchayat Election: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ... ২৯% আসনে পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরায়, ফল ১২ তারিখ

Last Updated:

ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের এই ফলকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘এরা বাংলায় কিছু হলেই বড় বড় কথা বলেন। গণতন্ত্রের কথা বলেন। এখন ত্রিপুরা রাজ্যে কী হল?’

ভোট গ্রহণ পর্ব শুরু সকাল থেকেই ৷ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সীমানা লাগোয়া গ্রামগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।
পঞ্চায়েত নির্বাচনের ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল শাসক দল বিজেপি৷ পঞ্চায়েত সমিতির ৫৮ শতাংশ এবং জেলা পরিষদের ১৭ শতাংশ আসনও বিনা লড়াইয়ে দখল করে নিয়েছিল ত্রিপুরার পদ্ম ব্রিগেড৷ নির্বাচন নিয়ে ভুরি ভুরি অভিযোগ আছে বিরোধীদের৷
বিরোধীদের অভিযোগের মুখে বিজেপি নেতাদের সাফাই, সাংগঠনিক দুর্বলতার জন্যই বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি৷ স্বভাবতই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের এই ফলকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘এরা বাংলায় কিছু হলেই বড় বড় কথা বলেন। গণতন্ত্রের কথা বলেন। এখন ত্রিপুরা রাজ্যে কী হল?’ কুণালের অভিযোগ, ভয় দেখিয়ে ত্রিপুরায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি বিজেপি৷ ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের মতো দলগুলি৷
advertisement
advertisement
ত্রিপুরায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৬৮৮৯ টি। এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮০৫ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ৬৩৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৫৫০ টি আসনে জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।গ্রাম পঞ্চায়েতের বাকি ১৮১৯ টি আসনে নির্বাচন হচ্ছে আজ। যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে ১৮০৯টি আসনে। সিপিআইএম প্রার্থী দিয়েছে ১২২২টি আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৭৩টি আসনে। বিজেপির সহযোগী তিপ্রা মোথা ১৩৮টি আসনে প্রার্থী দিয়েছে।
advertisement
পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৩৫ অর্থাৎ ৫৫ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
আজ পঞ্চায়েত সমিতির ১৮৮ টি আসনে নির্বাচন হবে। এই ১৮৮ টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিআইএম ও কংগ্রেস যথাক্রমে ১৪৮ ও ৯৮ টি আসনে প্রার্থী দিয়েছে। তিপ্রামোথা ১১টি আসনে প্রার্থী দিয়েছে। জেলাপরিষদের ১১৬ টি আসনের মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২০ টি আসনে। অর্থাৎ তারা প্রায় ১৭ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।জেলা পরিষদের বাকি ৯৬ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিআইএম এবং কংগ্রেস যথাক্রমে ৮১ ও ৭৬ টি আসনে প্রার্থী দিয়েছে। ১২ অগাস্ট ভোটগণনা করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Panchayat Election: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ... ২৯% আসনে পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরায়, ফল ১২ তারিখ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement