স্বাধীনতা দিবসে ত্রিপুরায় বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী !

Last Updated:

স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে ত্রিপুরায় বড়সড় উগ্রপন্থী হামলার ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, অসম থেকে পরিচালিত ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট স্বাধীনতা দিবসে সে রাজ্যে উগ্রপন্থী হামলার ছক কষেছিল।

News18
News18
আবীর ঘোষাল, আগরতলা: স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে ত্রিপুরায় বড়সড় উগ্রপন্থী হামলার ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, অসম থেকে পরিচালিত ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট স্বাধীনতা দিবসে সে রাজ্যে উগ্রপন্থী হামলার ছক কষেছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উত্তর ত্রিপুরায় কাঞ্চনপুর মহকুমায় উগ্রপন্থী হামলার মাধ্যমে তারা নতুন করে রাজ্যে উগ্রপন্থী এবং সন্ত্রাস আতঙ্ক তৈরি করতে চেয়েছিল। হামলার উদ্দেশ্যে তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সামগ্রী নিয়ে কাঞ্চনপুরে ঢুকেছিল বলে জানা গিয়েছে। কিন্তু ত্রিপুরা পুলিশের অতি সক্রিয় গোয়েন্দা বিভাগ সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়।
advertisement
গোয়েন্দা বিভাগে আগে থেকেই খবর ছিল TUNF-এর একটি উগ্রপন্থী দল নাশকতার উদ্দেশ্যে কাঞ্চনপুরে ঢুকছে। সেই তথ্যের ভিত্তিতে ভাংমুন থানার ত্রিপুরা পুলিশের একটি দল কাঞ্চনপুর – ভাংমুন সড়কে ফাঁদ পেতে বসে। ভাংমুন ইডেন লজের সামনে আসতেই পুলিশ ধনঞ্জয় রিয়াং এবং সদা নন্দ রিয়াং নামে দু’জনকে আটক করে। তারা দু’জন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সদস্য বলে পুলিশের দাবি।
advertisement
তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ সহ মোবাইল ফোন এবং বৈরী কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। উত্তর ত্রিপুরা পুলিশের ভাংমুন থানার একটি দল তাদেরকে গ্রেফতার করেছে। সেখান থেকে তাদেরকে মহাকুমা সদরে নেওয়া হয়েছে । পুলিশ সূত্রের দাবি, তাদের আরও সদস্য সক্রিয় থাকতে পারে। অন্য সদস্যদের খবর জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ৷ জাানিয়েছেন উত্তর ত্রিপুরা পুলিশ সুপার অভিনেশ রাই (IPS) ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বাধীনতা দিবসে ত্রিপুরায় বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement