‘রাতে ফোন করে ডেকে পাঠাতেন প্রথম সারির নায়করা...’, বলিউডের কাস্টিং কাউচ নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন এই সাহসী অভিনেত্রী

Last Updated:
প্রেম, বিয়ে এবং সম্পর্কের উত্থান-পতনকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবিটির গল্প। তবে ‘খোওয়াইশ’ ছবিটির সবথেকে আকর্ষণ ছিল মল্লিকার সাহসী দৃশ্য এবং খোলা মনের চরিত্রটি।
1/5
কেরিয়ারের শুরুর দিনগুলিতে ইন্ডাস্ট্রিতে নিজের একটা বোল্ড এবং বিন্দাস ভাবমূর্তি তৈরি করেছিলেন মল্লিকা শেরাওয়াত। তাঁর ডেবিউ ছবি ‘খোওয়াইশ’ আবার ছিল রোম্যান্টিক ধারার ছবি। প্রেম, বিয়ে এবং সম্পর্কের উত্থান-পতনকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবিটির গল্প। তবে ‘খোওয়াইশ’ ছবিটির সবথেকে আকর্ষণ ছিল মল্লিকার সাহসী দৃশ্য এবং খোলা মনের চরিত্রটি। অভিনেত্রী এক বিস্ফোরক দাবি করে জানিয়েছিলেন যে, ছবির নায়ক তাঁকে রাতে কল করতেন। 
কেরিয়ারের শুরুর দিনগুলিতে ইন্ডাস্ট্রিতে নিজের একটা বোল্ড এবং বিন্দাস ভাবমূর্তি তৈরি করেছিলেন মল্লিকা শেরাওয়াত। তাঁর ডেবিউ ছবি ‘খোওয়াইশ’ আবার ছিল রোম্যান্টিক ধারার ছবি। প্রেম, বিয়ে এবং সম্পর্কের উত্থান-পতনকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবিটির গল্প। তবে ‘খোওয়াইশ’ ছবিটির সবথেকে আকর্ষণ ছিল মল্লিকার সাহসী দৃশ্য এবং খোলা মনের চরিত্রটি। অভিনেত্রী এক বিস্ফোরক দাবি করে জানিয়েছিলেন যে, ছবির নায়ক তাঁকে রাতে কল করতেন।
advertisement
2/5
আসলে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিরুদ্ধে অভিযোগ হামেশাই সামনে আসে। সম্প্রতি প্রথম সারির অভিনেত্রী মল্লিকা এই কাস্টিং কাউচের বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এনেছেন। নিজের কেরিয়ারে ফিরাজ খান, নানা পাটেকর, অক্ষয় কুমারের মতো বড় তারকার সঙ্গে কাজ করেছেন মল্লিকা। এক আলাপচারিতায় মল্লিকা বলেছিলেন, এত বছরে তিনি বহু অভিনেত্রীকেই অকপটে স্বীকার করে নিতে দেখেছেন যে, অনেক বছর ধরেই কাস্টিং কাউচের ভূত ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব চালাচ্ছে।
আসলে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিরুদ্ধে অভিযোগ হামেশাই সামনে আসে। সম্প্রতি প্রথম সারির অভিনেত্রী মল্লিকা এই কাস্টিং কাউচের বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এনেছেন। নিজের কেরিয়ারে ফিরাজ খান, নানা পাটেকর, অক্ষয় কুমারের মতো বড় তারকার সঙ্গে কাজ করেছেন মল্লিকা। এক আলাপচারিতায় মল্লিকা বলেছিলেন, এত বছরে তিনি বহু অভিনেত্রীকেই অকপটে স্বীকার করে নিতে দেখেছেন যে, অনেক বছর ধরেই কাস্টিং কাউচের ভূত ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব চালাচ্ছে।
advertisement
3/5
বহু তরুণী অভিনেত্রী একাধিক গভীর সত্য প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে, কীভাবে বয়স্ক পুরুষরা অফারের প্রলোভনে ফাঁসিয়ে তাঁদের দিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণ করেছেন। এই বিষয়ে সরব হয়েছেন মল্লিকাও। বিস্ফোরণ অভিযোগে তিনি বলেন যে, কিছু প্রথম সারির নায়ক তাঁকে রাতে জোর করে ডেকে পাঠাতেন। বর্তমানে বহু অভিনেত্রীই সমস্ত ধরনের চরিত্র করতেও পিছপা হন না। নো গ্ল্যামার চরিত্র থেকে শুরু করে দারুণ গ্ল্যামারাস চরিত্র - সব ধরনের চরিত্রই করে থাকেন। এই অভিনেত্রীদের মধ্যে অনেকেই কাস্টিং কাউচ নিয়ে খোলামেলা তোপ দেগেছেন। সেই তালিকায় রয়েছেন স্বয়ং মল্লিকাও।
বহু তরুণী অভিনেত্রী একাধিক গভীর সত্য প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে, কীভাবে বয়স্ক পুরুষরা অফারের প্রলোভনে ফাঁসিয়ে তাঁদের দিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণ করেছেন। এই বিষয়ে সরব হয়েছেন মল্লিকাও। বিস্ফোরণ অভিযোগে তিনি বলেন যে, কিছু প্রথম সারির নায়ক তাঁকে রাতে জোর করে ডেকে পাঠাতেন। বর্তমানে বহু অভিনেত্রীই সমস্ত ধরনের চরিত্র করতেও পিছপা হন না। নো গ্ল্যামার চরিত্র থেকে শুরু করে দারুণ গ্ল্যামারাস চরিত্র - সব ধরনের চরিত্রই করে থাকেন। এই অভিনেত্রীদের মধ্যে অনেকেই কাস্টিং কাউচ নিয়ে খোলামেলা তোপ দেগেছেন। সেই তালিকায় রয়েছেন স্বয়ং মল্লিকাও।
advertisement
4/5
অভিনেত্রী জানিয়েছিলেন যে, আপোস করতে না চাওয়ায় তাঁর হাতে ছবির অফার কমতে থাকে। এক সময় বি-টাউন কাঁপিয়ে দিয়েছিলেন এই হট সুন্দরী। অথচ তাঁকে একটা অফার পাওয়ার জন্য মুখিয়ে থাকতে হত। নিজের সাহসী দৃশ্যের জন্যই বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এক সময়ে। বড় বড় তারকা অভিনেত্রীদের জোর টক্কর দিয়েছেন এবং প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছিলেন মল্লিকা। হলিউডেও নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন তিনি। এর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও খবরের শিরোনামে থাকতেন অভিনেত্রী। বহু তারকা অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর।
অভিনেত্রী জানিয়েছিলেন যে, আপোস করতে না চাওয়ায় তাঁর হাতে ছবির অফার কমতে থাকে। এক সময় বি-টাউন কাঁপিয়ে দিয়েছিলেন এই হট সুন্দরী। অথচ তাঁকে একটা অফার পাওয়ার জন্য মুখিয়ে থাকতে হত। নিজের সাহসী দৃশ্যের জন্যই বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এক সময়ে। বড় বড় তারকা অভিনেত্রীদের জোর টক্কর দিয়েছেন এবং প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছিলেন মল্লিকা। হলিউডেও নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন তিনি। এর পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও খবরের শিরোনামে থাকতেন অভিনেত্রী। বহু তারকা অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর।
advertisement
5/5
বর্তমানে রুপোলি দুনিয়া থেকে অনেক দূরে রয়েছেন মল্লিকা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, “বহু নায়কই আমায় রাতে ফোন করে ডেকে পাঠাতেন। বারবার ফোন করে বিরক্তও করতেন। আর আমি যাব কেন? আমি পর্দায় সাহসী দৃশ্য করছি বলে কি আমায় যেতেই হবে? যেহেতু আমি বড় নায়কদের প্রস্তাবে রাজি হইনি ও আপোস করিনি, তাই ছবির অফারও কমতে থাকল। আমি তো এই রকম নয়। আমি পর্দায় সাহসী দৃশ্য করেছি বলে বাস্তব জীবনেও তা-ই করব, এটা ভাবা তো ভুল।” মল্লিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 
বর্তমানে রুপোলি দুনিয়া থেকে অনেক দূরে রয়েছেন মল্লিকা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, “বহু নায়কই আমায় রাতে ফোন করে ডেকে পাঠাতেন। বারবার ফোন করে বিরক্তও করতেন। আর আমি যাব কেন? আমি পর্দায় সাহসী দৃশ্য করছি বলে কি আমায় যেতেই হবে? যেহেতু আমি বড় নায়কদের প্রস্তাবে রাজি হইনি ও আপোস করিনি, তাই ছবির অফারও কমতে থাকল। আমি তো এই রকম নয়। আমি পর্দায় সাহসী দৃশ্য করেছি বলে বাস্তব জীবনেও তা-ই করব, এটা ভাবা তো ভুল।” মল্লিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement