Tripura News: ‘INDIA’ জোটের নাম নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে... বিরোধীদের প্রবল সমালোচনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিজেপি প্রার্থীরা রেকর্ড ব্যবধানে জয়ী হবেন, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
আবীর ঘোষাল, আগরতলা: ‘‘ভারতীয় জনতা পার্টি মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছে। আর সেই কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। মানুষকে পাশে নিয়েই আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। বিরোধীদের কাছে এখন আর কোনও ইস্যু নেই। ইন্ডিয়া জোট থেকে এখন তারা ‘ইন্ডি’ হয়ে গিয়েছে। আর সেই জোটের নাম করে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে তারা।’’ রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায় আয়োজিত এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয়। উল্লেখ্য, সুরজিত দত্তের অকাল প্রয়াণে রামনগর আসনটি শূন্য হয়ে যায়। আর এই কেন্দ্রে প্রত্যাশিতভাবেই বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হন আগরতলা পুর নিগমের মেয়র ও প্রয়াত বিধায়কের ছায়া সঙ্গী দীপক মজুমদার।
advertisement
advertisement
দুই প্রার্থীর সমর্থনে আয়োজিত সুবিশাল পদযাত্রায় অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির প্রতি আপামর জনসাধারণের ব্যাপক আস্থা রয়েছে। জনগণের অটল বিশ্বাস ও পদযাত্রার সময় তাদের ব্যাপক সমর্থন প্রত্যক্ষ করে আমি নিশ্চিত যে আসন্ন লোকসভা ও উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা রেকর্ড ব্যবধানে জয়ী হবেন।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। মানুষের জন্য বছরের ৩৬৫ দিন কাজ করে এই পার্টি। বিজেপি কর্মী থেকে শুরু করে নেতা, এমনকি পৃষ্ঠাপ্রমুখরা সকলেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন ও তাদের সমর্থন চাইছেন। আমরা আমাদের কাজের উপর ভিত্তি করে সমর্থনের জন্য আহ্বান রাখছি। ’’
advertisement
এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘এখনও একটি অংশ রয়েছে যারা নির্বাচনের সময় হঠাৎ করে পরিযায়ী পাখির মতো আবির্ভূত হয়। অথচ তারা সারা বছর মানুষের জন্য কোন কাজ করে না। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা সারা বছর ধরে জনগণের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেন এবং দেশকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করেন। তাই মানুষ আবারও প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা যদি দেশকে শক্তিশালী করতে চায় তবে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে প্রয়োজন।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
Mar 25, 2024 8:46 AM IST









