Tripura News: পরিকাঠামো উন্নয়ন নিয়ে বার্তা, উত্তর পূর্বাঞ্চলের হয়ে প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
আবীর ঘোষাল, আগরতলা: উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একই ধারায় ত্রিপুরায় সকল অংশের মানুষকে সুশাসন দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এর জন্য আলাদা করে ত্রিপুরায় সুশাসন বিভাগ চালু করা হয়েছে। হরিয়ানার গুরুগ্রামের এসজিটি ইউনিভার্সিটিতে কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে সুশাসন সম্পর্কিত বিষয়ে আয়োজিত সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘এসজিটি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে। এবার ত্রিপুরায় প্রথমবারের মতো নর্থ ইস্টার্ন কাউন্সিলের অধিবেশন অনু্ঠিত হয়েছে। এরপরই আমাকে এখানে আসতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি উত্তর পূর্বাঞ্চলের একজন প্রতিনিধি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সিকিম-সহ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে অষ্টলক্ষী নাম দিয়েছেন তিনি। এই অঞ্চলের উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যতক্ষন পর্যন্ত অষ্টলক্ষীর উন্নয়ন হবে না, ততক্ষণ পর্যন্ত দেশের উন্নয়ন হবে না। এটা আমাদের জন্য খুবই বড় বিষয়। আগে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছিলেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অষ্টলক্ষীর উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। তিনি আমাদের হিরা মডেল দিয়েছেন। এর জন্য ত্রিপুরায় এখন একটি থেকে ৬টি জাতীয় সড়ক হয়েছে।’’
advertisement
advertisement
এই নতুন নতুন জাতীয় সড়ক আগামীতে আমাদের পথ চলার দিশা দেখাচ্ছে। পাশাপাশি, ত্রিপুরার ইন্টারনেট এখন দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট পরিষেবা প্রদান করছে।আর ত্রিপুরার এমবিবি এয়ারপোর্ট এখন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম সেরা এয়ারপোর্ট হয়েছে। আগে এই এয়ারপোর্ট ছোট পরিসরে সিঙ্গারবিল এয়ারপোর্ট হিসেবে পরিচিত ছিল। এটি নির্মাণ করেছিলেন তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। তাঁকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই এয়ারপোর্টের নামকরণ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে করা হয়েছে। এখন ত্রিপুরায় রেল পরিষেবার অসামান্য উন্নয়ন ঘটেছে। সবটাই এখন ব্রডগেজ রেল লাইন হয়েছে। দক্ষিণ জেলার প্রান্তিক শহর সাব্রুম পর্যন্ত রেল পরিষেবা চালু হয়েছে। আগামীতে বন্দে ভারত ট্রেন পরিষেবাও শুরু হয়ে যাবে। আগে ত্রিপুরা থেকে রাজধানী এক্সপ্রেস চালুর কথা আমরা কখনও ভাবতে পারি নি।’’
advertisement
আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘উত্তর পূর্বাঞ্চলের গুরুত্ব ভালভাবে অনুধাবন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে এই অঞ্চলে সন্ত্রাসবাদ কায়েম ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ উত্তর পূর্বাঞ্চল বিকাশের লক্ষ্যে এগিয়ে চলছে। এখন পর্যন্ত এই অঞ্চলে প্রায় ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উদ্যোগের কারণে। এখন শান্তির পরিবেশ কায়েম রয়েছে গোটা উত্তর পূর্বে। ত্রিপুরায় এনএলএফটি ও এটিটিএফ বৈরীরা আত্মসমর্পন করে মূলস্রোতে চলে এসেছে। এখন সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা হয়েছে।’’ এদিন বক্তব্যে নিজের চাকরি জীবনের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বামফ্রন্ট সরকারের জমানায় চাকরি করতে কী কী প্রতিবন্ধকতার সামনে পড়তে হয়েছে সেটাও আলোচনা করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 10:18 AM IST