Tripura News: ত্রিপুরা পেতে চলেছে নতুন উপহার, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী
- Published by:Suman Biswas
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura News: আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন লাইফটাইম মেম্বার ও আজীবন সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
আগরতলা: ত্রিপুরা রাজ্য আরও একটি ক্রিকেট মাঠ এবং ক্রিকেট খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং অ্যাকাডেমি পেতে চলেছে। ক্রিকেট এমন একটি ইভেন্ট যে খেলার জনপ্রিয়তা সর্বদা শীর্ষে রয়েছে। ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সারা রাজ্যে ক্রিকেটের প্রসার ও প্রচারের জন্য বছরের পর বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ”আমিও এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলাম।” আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন লাইফটাইম মেম্বার ও আজীবন সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ”খেলাধুলার সঙ্গে আমিও অনেকদিন ধরে যুক্ত ছিলাম। এই সকল ইভেন্টের মধ্যে ক্রিকেট একটা অন্যতম। কারণ ক্রিকেট খেলায় পয়সার অভাব নেই। আইপিএল শুরু হওয়ার পর ক্রিকেটে আরও আর্থিক উন্নয়ন হয়েছে। ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে নাম করছে ত্রিপুরা। মেডেল অর্জন করছে। আজকাল মা বাবারাও তাদের ছেলেমেয়েদের ক্রিকেট খেলতে উৎসাহিত করেন। আমাদের রাজ্য একটি ছোট রাজ্য। যখন ত্রিপুরার ছেলেমেয়েরা খেলাধুলার জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যায়, তখন আমরা তাদের প্রতিভা দেখতে পাই। আমি আশা করি নতুন সদস্যরা ক্রিকেট খেলোয়াড়দের কাছে মূল্যবান চিন্তাভাবনা প্রদান করবেন।”
advertisement
আরও পড়ুন: ২০২১ সালে আপনার জন্যই বাংলায় হেরেছিল বিজেপি? অভিযোগ উঠতেই এ কী বললেন দিলীপ ঘোষ! শুনে চমকে উঠবেন
advertisement
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রত্যেককে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। যদিও অনেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে টার্গেট করার চেষ্টা করে। তাই স্বচ্ছতার সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমান সংস্থাটিকে অবশ্যই স্বচ্ছ পদ্ধতিতে কাজ করতে হবে। আমি সংস্থাটির দিকে নজর রাখছি এবং পরোক্ষভাবে ক্রিকেটেও নজর রাখছি। বর্তমানে সংস্থাটির মধ্যে কোনও সমস্যা নেই। দুর্নীতির মতো অপরাধ কখনও বরদাস্ত করা হবে না।
advertisement
তিনি বলেন, আমি সাব্রুমে একটি নতুন ক্রিকেট মাঠ তৈরির জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় জমির জন্য অনুমোদন দিয়েছি। কমলপুরে কাজ প্রায় শেষের পর্যায়ে রয়েছে। সমস্যা থাকলে আমরা সেটা সমাধান করব। আমাদের অবশ্যই ক্রিকেটারদের জন্য সঠিক প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা উচিত। এই লক্ষ্যে একটি ক্রিকেট অ্যাকাডেমি স্থাপন করা হবে। সরকারের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 10:30 AM IST