Abhishek Banerjee on Tripura Municipal Elections 2021: বাজিমাত বিজেপির, দ্বিতীয় তৃণমূল! ত্রিপুরার ফলে 'খেলা শুরুর' হুঁশিয়ারি অভিষেকের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ত্রিপুরার পুরভোটের ফাইনাল ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে নজর ছিল কর্মী-সমর্থকদের ( Abhishek Banerjee on Tripura Municipal Elections 2021)।
#কলকাতা: রবিবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল ত্রিপুরার পুরভোটের ফলের উপর (Tripura Municipal Elections 2021)। সকাল থেকেই হাইভোল্টেজ এই নির্বাচনের ফল নিয়ে তুমুল উৎসাহ ছিল বিজেপি, তৃণমূল ও সিপিএমের। আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে এই নির্বাচন হয়েছে (Tripura Municipal Elections 2021)। এরমধ্যে ১১২টি আসনে অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। প্রথম থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল আগরতলা। ফলাফলে তৃণমূলকে বহু পিছনে রেখে বিজেপি এগিয়ে গেলেও, দ্বিতীয় স্থানে উঠে এসেছে দল। ভোট শতাংশের বিচারে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। (Tripura Municipal Elections 2021)
ত্রিপুরার পুরভোটের ফাইনাল ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে নজর ছিল কর্মী-সমর্থকদের (Abhishek Banerjee on Tripura Municipal Elections 2021)। ট্যুইট করেই সেই আশা মেটালেন অভিষেক। দীর্ঘ ট্যুইটে অভিষেকের হুঁশিয়ারি বার্তা (Abhishek Banerjee on Tripura Municipal Elections 2021), 'সবে তো শুরু এবার আসল খেলা হবে'। ত্রিপুরা তৃণমূলের মনোবল বাড়াতে অভিষেকের বক্তব্য, 'অত্যন্ত সামান্য উপস্থিতি থেকে একটি দলের পক্ষে পুরভোটে সফল ভাবে নির্বাচনে লড়া এবং ২০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসা সত্যিই অভূতপূর্ব ব্যাপার।' (Abhishek Banerjee on Tripura Municipal Elections 2021)
advertisement
It is exceptional for a party beginning with negligible presence to successfully contest municipal elections and emerge as the PRINCIPAL OPPOSITION in the state with more than 20% vote share (1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021
advertisement
This is despite the fact that we commenced our activities barely 3 months ago and @BJP4Tripura left no stone unturned to BUTCHER DEMOCRACY in Tripura.
Congratulations to all the brave soldiers of @AITC4Tripura for their exemplary courage. সবে তো শুরু এবার আসল খেলা হবে। (2/2) — Abhishek Banerjee (@abhishekaitc) November 28, 2021
advertisement
ত্রিপুরায় @AITCofficial -এর মাত্র দু মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা, তান্ডব। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জয়। এত মানুষের ভোট। ত্রিপুরা নির্বাচন কমিশন ও পুলিশ দলদাস। পূর্ণ তথ্যের অপেক্ষায় আছি। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ। 2023 আমাদের।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 28, 2021
advertisement
অভিষেকের আরও কথা, 'মাত্র তিন মাস আগেই ত্রিপুরায় রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম আমরা। আর ত্রিপুরায় গণতন্ত্রকে ধ্বংস করতে কোনও সুযোগ ছাড়েনি বিজেপি। সাহসিকতার জন্য ত্রিপুরার দলীয় কর্মীদের অনেক অভিনন্দন।' ত্রিপুরায় তাণ্ডবের ভোট হয়েছে বলে দাবি করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনিও ট্যুইটে লিখেছেন, 'ত্রিপুরায় তৃণমূলের দু’মাসের সংগঠনকে ঠেকাতে এত হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে। তার পরেও বহু ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে তৃণমূল। আমবাসা ওয়ার্ডে জিতেছে দল। দলের লড়াই আর মানুষের সমর্থনকে ধন্যবাদ।'
advertisement
আরও পড়ুন: CPIM-র আগে তৃণমূল, ত্রিপুরা পুরভোটের প্রাথমিক ফলে জাঁকিয়ে বসছে ঘাসফুল
এদিন ত্রিপুরার ভোটবাক্সে ফের একবার গেরুয়া ঝড়ই দেখা গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, 'বারবার ত্রিপুরার মানুষকে আক্রমণ করা, আজই তারই জবাব দিয়েছে ত্রিপুরাবাসী। সমস্ত ত্রিপুরাবাসীর এই জিৎ। আর যারা ত্রিপুরাবাসীকে লাগাতার অপমান করেছেন, তাঁদের যোগ্য জবাব দিয়েছে ত্রিপুরা।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2021 6:00 PM IST