ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে ত্রিপুরা নির্বাচন: মোদি

Last Updated:

চলো পাল্টাই! প্রধানমন্ত্রীর এই স্লোগানই ত্রিপুরার রাজনীতি একেবারে ওলটপালট করে দিয়েছে ৷ রাজ্যবাসীর মনে যুগিয়েছে ভরসা ৷ অবশেষে, ২৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে পদ্মফুল ফুটেছে ত্রিপুরায় ৷

#আগরতলা: চলো পাল্টাই! প্রধানমন্ত্রীর এই স্লোগানই ত্রিপুরার রাজনীতিকে একেবারে ওলটপালট করে দিয়েছে ৷ রাজ্যবাসীর মনে জুগিয়েছে ভরসা ৷ অবশেষে, ২৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে পদ্মফুল ত্রিপুরায় ৷
শুক্রবার আগরতলার অসম রাইফেলস গ্রাউন্ডে ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠান উপলক্ষেই এদিন খোলা মাঠে হাজির হয়েছিলেন বিজেপি নেতারা ৷ মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে মঞ্চে উঠলেন তিনি ৷
নরেন্দ্র মোদির কথায়, ভারতের রাজনীতিতে এমন কিছু নির্বাচন হয় যা রাজনীতির ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকে ৷ ত্রিপুরার নির্বাচনও রাজনীতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে ৷ বছরের পর বছর ধরে এই নির্বাচন স্মৃতি হয়ে থাকবে ৷ আর এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ত্রিপুরাবাসী ৷ সেই কারণেই ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে ত্রিপুরা নির্বাচন: মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement