Tripura Election Result: জোটের জল্পনায় জল ঢেলে দিলেন কিশোর মাণিক্য! বললেন, 'বিধানসভায় আমরা আলাদা বলব'
- Written by:ABIR GHOSHAL
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Tripura Election Result: জোটের জল্পনায় জল ঢেলে দিলেন তিপ্রামোথার সুপ্রিমো মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য।
আগরতলা: জোটের জল্পনায় জল ঢেলে দিলেন তিপ্রামোথার সুপ্রিমো মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে অন্তত ১৩ আসনে জয়ী কিংবা এগিয়ে রয়েছে তাঁর দল। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের ইস্যুগুলি তুলে ধরব বিধানসভায়।
কিশোর মাণিক্য বলেন, "তিপ্রামোথা কারও সঙ্গে জোটে যাবে না। বিধানসভায় আমরা আলাদা বলব। উন্নয়নের কাজে প্রশাসন বা সরকার যে সাহায্য চাইবে, আমরা করব। আমার সঙ্গে আজ মুখ্যমন্ত্রী মানিক সাহার কথা হয়েছে। আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। উনিও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে আমরা জনজাতি-আদিবাসীদের দাবিতেই লড়াই চালিয়ে যাব।"
তিনি বলেন, "মানুষ আমাদের সুযোগ দিয়েছে বিধানসভার মধ্যে যাওয়ার। তাঁদের কথা সদনের মধ্যে বলার জন্য। ফলে আমাদের কাজ বিধানসভায় তাঁদের ইস্যু তুলে ধরা। কংগ্রেস দলের উচিত নিজেদের কেন এই হাল তা এবার ভেবে দেখার। বারবার এই অবস্থা কী করে হল, তা ভেবে দেখতে হবে। কংগ্রেসকে ভাবতে হবে, দিল্লির বাইরের নেতাদের গুরুত্ব দিতে হবে। আমি সুদীপ রায় বর্মণ, বীরজিত সিনহা এদের সঙ্গে কাজ করেছি। এরা জিতেছে এঁদের শুভেচ্ছা। কিন্তু দিল্লির নেতারা বছরে একবার করে আসবে তাতে উত্তর পূর্ব ভারতে কংগ্রেসের কোনও লাভ হবে না। এই সমস্যা ওনাদের ভিতরে তৈরি হয়েছে।"
advertisement
advertisement
তিনি আরও বলেন, "বীরজিত সিনহা ও গোপাল রায়ের জয় দারুণ। গোপাল রায় রাজ্য সভাপতিকে হারালেন। বনমালীপুর বিপ্লব দেবের আসন ছিল। সেখানে গোপাল রায় জিতেছেন। ২০১৮ সালে আদিবাসী ভোট বিজেপি-আইপিএফটির দিকে ছিল। এবার সেই ভোট তিপ্রামোথার দিকে চলে এসেছে।"
advertisement
কিশোর মাণিক্য জানান, "আদিবাসী নন এমন মানুষও আমাদের ভোট দিয়েছেন। এডিসি ভোটে ১৮ পেয়েছিলাম। ২০ আদিবাসী আসনে আমরা ১৩ টা, আইপিএফটি ১ টা পেল। ফলে এই ভোট কোনওভাবে বাকিদের দিকে গেল না।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2023 6:42 PM IST







