Tripura Politics: জোটের নামে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দলগুলি, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

Last Updated:

ত্রিপুরার দুই আসনেই জোরদার প্রচার বিজেপির। 

জোটের নামে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দলগুলি, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
জোটের নামে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দলগুলি, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
আগরতলা: আসন্ন লোকসভা ভোটে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন, চ্যালেঞ্জ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে সংকল্পবদ্ধ তিনি। উন্নয়নমূলক কাজের নিরিখে প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা রয়েছে। বিরোধী জোট ইন্ডিয়ার নীতিই ঠিক নেই। জোটের নামে তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের আশীর্বাদে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা দুটি আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন।’’ সিপাহীজলা জেলার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরায় দুই দফার ভোটে আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এর আগেই ভোটারদের নিজেদের অনুকূলে আনতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। সব জায়গাতেই মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে বেশ সাড়া দিচ্ছেন। আজও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোনামুড়ায় নির্বাচনী প্রচারে এসেছি। প্রধানমন্ত্রী সবসময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। জনকল্যাণমূলক কাজ রূপায়ণে গ্যারান্টি দিচ্ছেন তিনি। আর সেই গ্যারান্টির বাস্তবায়নেও গ্যারান্টি দিচ্ছেন প্রধানমন্ত্রী। সোনামুড়ায় অনুষ্ঠিত পদযাত্রায় প্রচুর মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এখান থেকেই স্পষ্ট যে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের রায় দেবেন। ’’
advertisement
বিরোধীদের নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিরোধী জোট নিয়ে আর কী বলব। তারা নাম দিয়েছে ‘ইন্ডিয়া জোট’। আস্তে আস্তে সেটা ভেঙেই যাচ্ছে। এক এক জায়গায় এক এক নীতি নিয়ে চলছে তারা। পশ্চিমবঙ্গে এক নীতি, দিল্লিতে এক নীতি, ত্রিপুরায় এক নীতি নিয়ে চলছে তারা। আর এটাকে জোট বলা যায় না। জোটের নামে কার্যত মানুষকে বিভ্রান্ত করছে তারা। আমি নিশ্চিত এই জোট নিয়ে কাজের কাজ কিছুই হবে না। আসন্ন লোকসভা নির্বাচনে জনতার আশীর্বাদে রাজ্যের দুটি আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হবেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা।’’
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: জোটের নামে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দলগুলি, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement