Tripura News: মাদক সেবনের বিরুদ্ধে কঠোর প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ পদক্ষেপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Last Updated:

Tripura News: উত্তর জেলার বাগবাসা থানার উদ্বোধন করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা জানান, আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে খুবই ভাল অবস্থানে রয়েছে।

উত্তর জেলায় ১১ তম থানার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
উত্তর জেলায় ১১ তম থানার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
উত্তর জেলার বাগবাসা থানার উদ্বোধন করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা জানান, আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে খুবই ভাল অবস্থানে রয়েছে। দেশের ২৮টি প্রদেশের মধ্যে আইন শৃঙ্খলার দিক দিয়ে যথেষ্ট ভাল স্থানে রয়েছে ত্রিপুরা। উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকলে বাইরে থেকে বিনিয়োগকারীরা রাজ্যে আসবেন। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক থাকায় ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
নবনির্মিত থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, বাগবাসা এলাকার আপামর জনসাধারণের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতকরণে রাজ্য সরকারের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
advertisement
বাগবাসায় শুভ সূচনা হল রাজ্যের ৮৭তম এবং উত্তর জেলার ১১তম থানার। অপরাধ দমন এবং নেশামুক্ত ত্রিপুরা অভিযানে বিভিন্ন এলাকায় রাজ্য পুলিশের শক্তি বৃদ্ধিতে গৃহীত নতুন নতুন পদক্ষেপের অংশ হিসাবে পুলিশ ফাঁড়ি থেকে উন্নীত এই থানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।
advertisement
অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ড. সাহা বলেন, ”মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে পুলিশ। মাদকের সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না। মাদক কারবারে যুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা ও ধ্বংস করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম স্থানে রয়েছে ত্রিপুরা। তবে মাদক নির্মূল করা শুধু পুলিশ বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কেউ মাদক দ্রব্য বিক্রি করলে তাকে ধরে মাস্টারমাইন্ডকে আটক করতে হবে। মোট কথায় মাদকের বিরুদ্ধে আপামর জনতাকে পুলিশকে বিভিন্নভাবে সহায়তা করতে হবে।” মাদক দ্রব্য পাচার রোধে পুলিশ বেশ ভাল কাজ করছে বলেও অভিমত ব্যক্ত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
advertisement
এই থানার পরিষেবা শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। বিধায়কের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে একটি গাড়ি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: মাদক সেবনের বিরুদ্ধে কঠোর প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ পদক্ষেপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement