Narendra Modi: মোদির দায়িত্বের ৯ বছর পূর্তি, বিরাট কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর! তুঙ্গে শোরগোল
- Published by:Sanchari Kar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Narendra Modi: ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহনের ন'বছর পূর্ণ হয়। তাঁর দীর্ঘ এই পথ চলাকে স্মরণীয় করে রাখতে ভারতীয় জনতা পার্টি বিকাশ তীর্থ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেয়।
আগরতলা: প্রশাসনিক কাজের চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থেকেও নাগরিকদের সঙ্গে জনসম্পর্ক অব্যাহত রাখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মার্গ দর্শনকে সামনে রেখে প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট তিনি। বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা শহরের তিনজন বিশিষ্ট নাগরিকের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।
৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহনের ন’বছর পূর্ণ হয়। তাঁর দীর্ঘ এই পথ চলাকে স্মরণীয় করে রাখতে ভারতীয় জনতা পার্টি বিকাশ তীর্থ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কী ভাবে বিকাশের পথে এগিয়ে চলছে, তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মানুষের সঙ্গে জনসম্পর্ক আরও নিবিড় করতে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সারা রাজ্যেই প্রতিদিন বিভিন্ন কর্মসূচি জারি রাখা হয়েছে। এই অবস্থায় প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে মানুষের কাছে ছুটে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাও।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
advertisement
রাজধানী আগরতলা শহরের তিনজন বিশিষ্ট নাগরিকের বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এ দিন প্রথমে তিনি উপস্থিত হন শহরের রামনগর ১ নম্বর রোডে থাকা রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীর বাসভবনে। সেখানে গিয়ে সন্দীপ বাবুৃ-সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়া আরও বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এরপর সেখান থেকে মুখ্যমন্ত্রী যান বড়দোয়ালি এলাকার বাসিন্দা রাজ্যের একজন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অজিত কুমার রায়ের বাসভবনে। সেখানে বাড়ির সকলের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
advertisement
সবশেষে সৌজন্য সাক্ষাত করতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উপস্থিত হন শহরের প্যালেস কম্পাউন্ড এলাকার বিশিষ্ট নাগরিক তথা রাজ্য সরকারের প্রাক্তন আধিকারিক ধ্রুব কিশোর দেববর্মার বাসভবনে। শ্রী দেববর্মার সঙ্গে কুশল বিনিময় করে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। স্বাভাবিক কারণে মুখ্যমন্ত্রীর এই সৌজন্যমূলক সাক্ষাতে এবং তাঁকে কাছে পেয়ে তিন পরিবারের সদস্যরা খুবই আপ্লুত হন এদিন। তারা সকলেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের প্রশংসায় মুখর হন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 12:34 PM IST