Manik Saha: লোকসভা নির্বাচনে এবার এনডিএ ৪০০ আসন পার করবেই, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য তৃণমূল স্তরে ব্যাপক প্রচারের আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার ৷
আবীর ঘোষাল, আগরতলা: সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়ি বাড়ি যেতে হবে। মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত করবে। বিজেপির নেতৃত্বাধীন সরকার সবসময় মানুষের জন্য কাজ করে।
বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নবগ্রাম এলাকায় নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে এদিন মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে প্রচুর সংখ্যায় নেতা কর্মী সমর্থকগণ যোগদান করেন।
advertisement
advertisement
এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং তাদের সমর্থন পেতে আমাদের অবশ্যই প্রতিটি বাড়িতে যেতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ রাজ্যের প্রতিটি কোনায় পৌঁছে যাচ্ছেন। জনসাধারণকে জানানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাদের আশীর্বাদ নিতে পাঠিয়েছেন। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ও দেশবাসীর কল্যাণে কাজ করতে মানুষের আশীর্বাদ চাইছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৩৭০টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে এবং এনডিএ-র সঙ্গে এই লক্ষ্য ৪০০টি-র অধিক আসন অতিক্রম করার টার্গেট রাখা হয়েছে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির অবস্থান খুবই শক্তিশালী রয়েছে এবং আমরা ৪০০-র অধিক আসনে জয়লাভ করতে আত্মবিশ্বাসী।
advertisement
মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় সমাজের প্রতিটি অংশের সার্বিক কল্যাণে চিন্তাভাবনা করেন এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’- এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির কারণে ত্রিপুরায় জাতীয় সড়ক এবং ইন্টারনেট সংযোগের দ্রুত উন্নতি সাধিত হয়েছে। এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে রাজ্যে। ২০১৪ সাল থেকে ভারত দ্রুত বিকাশের দিশায় এগিয়ে চলছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে। ’’
advertisement
মুখ্যমন্ত্রী মানিক সাহা আশা প্রকাশ করেন, রাজ্যের মানুষ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব (এসটি) আসনের জন্য কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
March 27, 2024 9:18 AM IST