সুশাসনের নামে জুলুমবাজির রাজনীতি চলছে ত্রিপুরায়, বললেন বামুটিয়া ব্লকের তৃণমূল সভাপতি
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কর্মসূচি সম্পূর্ণ হওয়ার পর বিজেপির কিছু দুষ্কৃতী দল ব্লক সভাপতি গোপাল মালাকার ও তার স্ত্রীর ওপর অত্যাচার চালায় এবং তৃণমূল কংগ্রেসের পতাকা ও প্রচারসজ্জা ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
আবীর ঘোষাল, আগরতলা: শনিবার বামুটিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বামুটিয়া ব্লক সভাপতি গোপাল মালাকারের উপস্থিতিতে স্থানীয় গরীব দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচি সম্পূর্ণ হওয়ার পর কিছু দুষ্কৃতী দল ব্লক সভাপতি গোপাল মালাকার ও তার স্ত্রীর ওপর অত্যাচার চালায় এবং তৃণমূল কংগ্রেসের পতাকা ও প্রচারসজ্জা ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও অভিযোগ, পরবর্তী কালে তাদের জোর করে বিজেপির পতাকা হাতে ধরিয়ে, প্রমাণ করতে চায় যে তারা বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু আদতে তারা বিজেপিতে যোগদান করেন নি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বামুটিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মালাকার বলেছেন, ‘‘আজকে আমাদের বাড়িতে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গরীব দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছিলাম। তারপর বিজেপির কিছু দুষ্কৃতী, হার্মাদ বাহিনী আমার বাড়িতে আক্রমণ করে, পোস্টার, পতাকাগুলো ছিঁড়ে দিয়েছে এবং হুমকি দিয়েছে যে দ্বিতীয় বার যাতে এরকম না হয়। এর নেতৃত্ব দিয়েছিলেন বামুটিয়া ব্লক মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দেব। আমার এবং আমার স্ত্রীর হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে ছবি তুলেছে, যেন আমি বিজেপিতে যোগদান করেছি, আসলে সেটা মিথ্যা। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং এখনও আছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজ করব।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
January 08, 2023 10:38 AM IST