পুত্রবধূরা পরিবারের সদস্য, চাকর নয় : সুপ্রিম কোর্ট

Last Updated:

পুত্রবধূরা বাড়ির সদস্য, আপনার চাকর নয় ৷ তাই তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিন যা বাড়ির অন্য সদস্যদের দেন ৷ এমনটাই স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত ৷ পুত্রবধূকে বাড়ি থেকে যে কোনও সময় ইচ্ছে মতো বার করে দেওয়া যাবে না ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বহু মহিলাদের শ্বশুরবাড়ির সদস্যদের হাতে নির্যাতন সহ্য করতে হয় ৷ কখনও পণের জন্য তো কখনও অন্য কারণে বিবাহিত মহিলাদের উপর চলে অকত্য অত্যাচার ৷ কিছু ক্ষেত্রে অত্যাচার সহ্য করতে না পেরে বেশ কিছু মহিলা আত্মহত্যার পথও বেছে নিয়েছে ৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন সুপ্রীম কোর্ট এমন মন্তব্য করেছে ৷ স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করায় ৭ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয় এক ব্যক্তিকে ৷ শাস্তি কমানোর জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ওই ব্যক্তি ৷ সেই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছে শীর্ষ আদালত ৷ আদালত তার সাজা না কমিয়ে জানিয়েছে, শ্বশুরবাড়িতে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ৷ একজন মহিলার সঙ্গে কী ব্যবহার করা হয় তা থেকেই বোঝা যায় সমাজ কতটা প্রগতিশীল ৷

#নয়াদিল্লি: পুত্রবধূরা বাড়ির সদস্য, আপনার চাকর নয় ৷ তাই তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিন যা বাড়ির অন্য সদস্যদের দেন ৷ এমনটাই স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত ৷ পুত্রবধূকে বাড়ি থেকে যে কোনও সময় ইচ্ছে মতো বার করে দেওয়া যাবে না ৷ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই বহু মহিলাদের শ্বশুরবাড়ির সদস্যদের হাতে নির্যাতন সহ্য করতে হয় ৷ কখনও পণের জন্য তো কখনও অন্য কারণে বিবাহিত মহিলাদের উপর চলে অকত্য অত্যাচার ৷ কিছু ক্ষেত্রে অত্যাচার সহ্য করতে না পেরে বেশ কিছু মহিলা আত্মহত্যার পথও বেছে নেয় ৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন সুপ্রিম কোর্ট এমন মন্তব্য করেছে ৷ স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করায় ৭ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয় এক ব্যক্তিকে ৷ শাস্তি কমানোর জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ওই ব্যক্তি ৷ সেই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছে শীর্ষ আদালত ৷ আদালত তার সাজা না কমিয়ে জানিয়েছে, শ্বশুরবাড়িতে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ৷ একজন মহিলার সঙ্গে কী ব্যবহার করা হয় তা থেকেই বোঝা যায় সমাজ কতটা প্রগতিশীল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পুত্রবধূরা পরিবারের সদস্য, চাকর নয় : সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement