• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গাড়ির মধ্যে ৫ ঘণ্টা আটক, দম বন্ধ হয়ে মারা গেল ৫ বছরের শিশু

গাড়ির মধ্যে ৫ ঘণ্টা আটক, দম বন্ধ হয়ে মারা গেল ৫ বছরের শিশু

Representative Image

Representative Image

 • Share this:

  #পুণে: পরিত্যক্ত গাড়ির মধ্যে ৫ ঘণ্টা আটকে, গরমে দম বন্ধ হয়ে মারা গেল ৫ বছরের শিশু ৷ এমনই ঘটনা ঘটেছে পুণের চকান এলাকায় ৷

  পুলিশ অফিসার প্রতিমা নাভালে জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান এই গতকাল সোমবার এই ঘটনাটি ঘটেছে ৷ মৃত শিশুটির নাম করণ পান্ডে ৷ গতকাল সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বেরোয় বছর পাঁচেকের করণ ৷ প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে একটি কারখানার জমিতে পরিত্যক্ত গাড়িতে ঢুকে পড়ে সে ৷ সেখানেই গাড়ির দরজা কোনও ভাবে আটকে যায় ৷ বেরোতে না পেরে গাড়ির ভিতরের সান স্ট্রোকে মৃত্যু হয় তাঁর ৷ নাভালে আরও জানান, বহুক্ষণ ধরে খোঁজ চালাচ্ছিল তার বাড়ির লোকজন ৷ প্রায় ৬ ঘণ্টা পর ওই শিশুটিকে মৃত অবস্থায় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, রোদের তাপে তারে শরীরের বেশ কিছু অংশ ঝলসে গিয়েছে ৷ গত বছরের অক্টোবরেএকই ধরনের ঘটনা ঘটেছিল দিল্লির রনহোলা এলাকায় ৷ সে সময় বাড়ির উঠোনে রাখা গাড়ির ভিতর আটকে প্রাণ গিয়েছিল দুই শিশুর ৷

  First published: