প্রথমবার অঙ্গদাতা-গ্রহীতা দুপক্ষই এই রাজ্যের, শহরে ফের প্রতিস্থাপনের নজির
Last Updated:
#কলকাতা: ফের অঙ্গদানের নজির শহর কলকাতায় ৷ হার্ট ও লিভারের সমস্যা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দুই রোগী ৷ প্রতিস্থাপন প্রয়োজন বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ খবর আসে মুকুন্দপুরের বেসরকারি নার্সিংহোম থেকে ৷ সেখানে ব্রেন ডেথ হয় চম্পা নস্করের ৷ চম্পা দেবীর পরিবার তার হার্ট ও লিভার দানের সিদ্ধান্ত নেন ৷ খবর পাঠানো হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ৷ চম্পা দেবীর হার্ট ও লিভার পাবেন ওই দুই রোগী ৷
কিছুক্ষণের মধ্যেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল ও মুকুন্দপুরের নার্সিংহোমের মধ্যে তৈরি হবে গ্রিন করিডোর ৷ প্রসিস্থাপনের জন্য পৌঁছে যাবে হার্ট এবং লিভার ৷ উল্লেখযোগ্য এই প্রথম অঙ্গদাতা এবং গ্রহীতা দুপক্ষই এই রাজ্যের ৷ এর আগে শহরে যেইসব প্রতিস্থাপনের ঘটনা ঘটছে, তাতে অঙ্গদাতা বা গ্রহীতা কোন এক পক্ষ ছিলেন ভিন রাজ্যের ৷ ইতিমধ্যেই সফল প্রতিস্থাপনের জন্য শুরু হয়েছে প্রর্থনা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2018 9:33 AM IST