দীর্ঘ আট ঘণ্টা পর উঠল আসানসোল ডিভিশনের অবরোধ

Last Updated:

অবশেষে উঠল আসানসোল ডিভিশনের রেল অবরোধ। উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে মদনকাট্টা স্টেশনে অবরোধ করে আদিম জনজাতি সংঘর্ষ গোষ্ঠী সমিতি। ভোর পাঁচটা চল্লিশ মিনিটে থেকে বেলা প্রায় দু'টো পর্যন্ত অবরোধ চলে। অবরোধের জেরে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। আটকে পড়ে পণ্যবাহী ট্রেনও। বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়। যে লাইনে অবরোধ করা হয়েছে, তা হাওড়া ও শিয়ালদহ স্টেশনের সঙ্গে দিল্লির যোগাযোগের অন্যতম পথ। ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধের জেরে আপ লাইনের ট্রেনগুলি, পটনার পরিবর্তে গয়া দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলেন পূর্ব রেলের জিএম এ কে গোয়েল।

#ঝাড়খণ্ড: অবশেষে উঠল আসানসোল ডিভিশনের রেল অবরোধ। উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে শনিবার মদনকাট্টা স্টেশনে অবরোধ করে আদিম জনজাতি সংঘর্ষ গোষ্ঠী সমিতি। ভোর পাঁচটা চল্লিশ মিনিটে থেকে বেলা প্রায় দু'টো পর্যন্ত চলে অবরোধ । এর জেরে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। অবরোধের জেরে আটকে পড়ে পণ্যবাহী ট্রেনও। বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়। যে লাইনে অবরোধ করা হয়েছে, তা হাওড়া ও শিয়ালদহ স্টেশনের সঙ্গে দিল্লির যোগাযোগের অন্যতম পথ। ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধের জেরে আপ লাইনের ট্রেনগুলি, পটনার পরিবর্তে গয়া দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলেন পূর্ব রেলের জিএম এ কে গোয়েল।
বাংলা খবর/ খবর/দেশ/
দীর্ঘ আট ঘণ্টা পর উঠল আসানসোল ডিভিশনের অবরোধ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement