#জামুই: গতকাল বিহারের জামুইয়ে সারারাত ধরে চলে পুলিশ-মাওবাদী গুলির লড়াই ৷ এর জেরে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকে ট্রেনে চলাচল ৷ লক্ষ্মীসরাইয়ে পুলিশ-মাওবাদী সংঘর্ষ বাধে ৷
এরপর থেকে সিগনাল লাল থাকায় প্রায় ৭ ঘণ্টা জামুই স্টেশন দিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন ৷ হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ মাওবাদীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷ CRPF-এর তরফে জানানো হয়েছে হতাহতের কোনও খবর নেই ৷
সকালে অবশ্য পরিস্থিতির উন্নতি হয় ৷ জামুইয়ে অবশেষে শুরু ট্রেন চলাচল ৷ বিহার ও ঝাড়খণ্ডে ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত শহিদ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল মাওবাদীরা। সমস্ত এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Maoist Attack, Police and naxals engage in fire, Train hijacked by Maoists, Train hijacked by Maoists in Bihar's Lakhisarai, Train Services Disrupted