Train Cancellation: আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা? টানা ১২ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন, রইল ক্যানসেল তালিকা

Last Updated:

Train Cancellation: রেলের একাধিক উন্নতিকরণ, তৃতীয় লাইন সম্প্রসারণ-সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় ১২ দিন একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা।

ট্রেন বাতিল
ট্রেন বাতিল
মেদিনীপুর: রেলের একাধিক উন্নতিকরণ, তৃতীয় লাইন সম্প্রসারণ-সহ একাধিক কাজের জন্য চলতি মাসে প্রায় ১২ দিন একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা। রেলের একাধিক উন্নতিকরণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত। খড়গপুর থেকে পুরী শাখায় এই ট্রেন বাতিল করা হচ্ছে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রেলের একাধিক উন্নয়ন তৃতীয় লাইনের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, 68051/52 বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন ১০ জুলাই থেকে ২২ জুলাই টানা ১৩  দিন বাতিল করা হচ্ছে। 02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন ১১ জুলাই এবং ১৮ জুলাই বাতিল করা হচ্ছে। 02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল ১২ এবং ১৯ জুলাই বাতিল করা হবে। 02839 আপ শালিমার-পুরী স্পেশাল ১৩ জুলাই এবং ২০ জুলাই, 02840 ডাউন পুরী-শালিমার স্পেশাল ১৪ জুলাই এবং ২১ জুলাই বাতিল করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ট্রেন স্টেশনে ঢোকার আগে ঘুমিয়ে পড়েছিলেন যুবক, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই এমন কাণ্ড ঘটল…! ঘাড় ধরে জেলে নিয়ে গেল পুলিশ
শুধু তাই নয়, 18037 আপ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস ১৯ জুলাই এবং ২০ জুলাই বাতিল করা হচ্ছে। একইভাবে 18038 ডাউন জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস ২০ এবং ২১ জুলাই বাতিল করা হয়েছে। 68049/50 খড়গপুর-ভদ্রক-খড়গপুর ১০ জুলাই থেকে ২২ জুলাই ভদ্রক এর পরিবর্তে বালেশ্বর থেকে যাওয়া আসা করবে।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে খড়গপুর থেকে ওড়িশায় যাতায়াতের জন্য অবশ্যই ট্রেনের এই লিস্ট দেখে বেরোবেন। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই এই সমস্যার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশন।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancellation: আগামী সপ্তাহে ওড়িশা যাওয়ার পরিকল্পনা? টানা ১২ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন, রইল ক্যানসেল তালিকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement