কুয়াশার আশঙ্কায় বাতিল ৩০০ ট্রেন !
Last Updated:
প্রতি বছরই শীতকালে কুয়াশার জেরে হয়রানিতে পরতে হয় ট্রেনের যাত্রীদের৷ ঘণ্টার পর ঘণ্টা মাঝপথে আটকে পরে বহু ট্রেন ৷ যাত্রীদের এই ভোগান্তি এড়াতে এবার নতুন পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ ৷ কুয়াশার আশঙ্কাই দেশ জুড়ে বাতিল করা হল তিনশোরও বেশি উত্তরমুখী ট্রেন ৷ এক্সপ্রেস ও প্যাসেঞ্জার দু’রকম ট্রেনই বাতিল করা হবে বলে জানা গিয়েছে ৷
#নয়াদিল্লি: প্রতি বছরই শীতকালে কুয়াশার জেরে হয়রানিতে পরতে হয় ট্রেনের যাত্রীদের৷ ঘণ্টার পর ঘণ্টা মাঝপথে আটকে পরে বহু ট্রেন ৷ যাত্রীদের এই ভোগান্তি এড়াতে এবার নতুন পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ ৷ কুয়াশার আশঙ্কাই দেশ জুড়ে বাতিল করা হল তিনশোরও বেশি উত্তরমুখী ট্রেন ৷ এক্সপ্রেস ও প্যাসেঞ্জার দু’রকম ট্রেনই বাতিল করা হবে বলে জানা গিয়েছে ৷
জানুয়ারির প্রথম সপ্তাহে কুয়াশা পড়ে সব থেকে বেশি ৷ এ কথা মাথায় রেখেই জানুয়ারির ৮ থেকে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত বাতিল থাকবে ট্রেনগুলি ৷ রেল বোর্ড এর তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ওই দিনগুলিতে বাতিল হওয়া ট্রেনগুলির টিকিট বিক্রিও করা হচ্ছে না ৷ বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা থেকে ছাড় পায়নি রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসও ৷
advertisement
রেলের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন প্রতি বছরই কুয়াশার মাত্রা বাড়ছে ৷ দূষণই এর মূল কারন ৷ কুয়াশার সঙ্গে ধূলিকণা মিশতেই নেমে যাচ্ছে দৃশ্যমানতা ৷ এর জেরে মাঝপথেই আঁটকে পরতে হচ্ছে বহু দুরপাল্লার ট্রেনকে ৷ চুড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের ৷ সমস্যার মুখে পড়তে হয়েছে রেল কর্তৃপক্ষকেও ৷ তাই এই সমস্ত সমস্যার সমাধান হিসেবে ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ৷
advertisement
Location :
First Published :
November 26, 2015 6:41 PM IST