Train Accident: ফের রেল দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?

Last Updated:

Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগি লাইনচ‍্যুত হয়েছে। যদিও রেল কতৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
আগরতলা: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগি লাইনচ‍্যুত হয়েছে। যদিও রেল কতৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার দুপুর ৩:৫৫ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বৃহ আগরতলা ছেড়ে এগোনোর পথেই লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় লোকমান‍্য-তিলক এক্সপ্রেস। লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
কী কারণে এমন দুর্ঘটনা ঘটনা ঘটল, তার কারণ অবশ‍্য এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রেলের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন। লুমডিং-বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা হয়েছে।
advertisement
ঘটনার জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। রেল সূত্রে জানান হয়েছে, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি স্পেশ‍্যাল (ট্রেন নং-০৫৬৯৮) এলং রঙ্গিয়া শিলচর-রঙ্গিয়া এক্সপ্রেস (ট্রেন নং-১৫৬১১/১৫৬১২), নিউ-জলপাইগুড়ি গুয়াহাটি ( ট্রেন নং -০৫৬৯৭) এবং গুয়াহাটি-শিলচর ১৫৬১১/১৫৬১৫)- ট্রেনগুলি বাতিল এবং সময় পরিবর্তন করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: ফের রেল দুর্ঘটনা! লাইনচ‍্যুত লোকমান‍্য-তিলক এক্সপ্রেস, ঘটনার জেরে বাতিল কোন কোন ট্রেন?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement