ভারতীয় রেলের নয়া ধামাকা ! রেলট্র্যাকে দুর্বার গতিতে ছুটবে এবার ‘বন্দে ভারত এক্সপ্রেস’

Last Updated:
নয়াদিল্লি: ট্রেন-১৮ আর নয় ৷ পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন-১৮র নাম পরিবর্তিত হতে চলেছে ৷ দিল্লি থেকে বারাণসী যাওয়ার এই ট্রেনের নতুন নাম বন্দে ভারত এক্সপ্রেস ৷ রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দেন রেলমন্ত্রী পীযূশ গোয়েল ৷
গোয়েল বলেন, ‘এই ট্রেনটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি ৷ কিন্তু ট্রেন-১৮র নামকরণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় ৷ উঠে আসে একাধিক নাম ৷ অবশেষে, স্থির হয় বন্দে ভারত এক্সপ্রেস নামটি ৷ প্রজাতন্ত্র দিবসের উপহার এটি দেশবাসীর জন্য ৷’
দিল্লি থেকে বারাণসি পর্যন্ত দুর্বার গতিতে ছুটবে এই ট্রেন ৷ শতাব্দীর উত্তরসূরি হিসেবে নিয়ে আসা হয়েছে ট্রেনটিকে ৷ ১৮ মাস ধরে ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে মোট ১০০ কোটি টাকা ৷ শুধুমাত্র দেশের দ্রুততম ট্রেনই নয়, এটি দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনও বটে ৷ এই ট্রেনের ‘executive class’-র টিকিট মূল্য ৩০০০ টাকা ৷ অন্যদিকে, ‘চেয়ার কার’-র মূল্য ১৮০০ টাকা ৷
advertisement
advertisement
খুব শীঘ্রই এই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপরই ভারতের রেল ট্র্যাকে দ্রুত ছুটবে এই ট্রেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতীয় রেলের নয়া ধামাকা ! রেলট্র্যাকে দুর্বার গতিতে ছুটবে এবার ‘বন্দে ভারত এক্সপ্রেস’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement