Nepal Death News: ১৮-বছরেই চলে গেল তরতাজা প্রাণ, নেপাল আন্দোলনে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Nepal Death News: বিদেশে গিয়ে চাকরি করে পরিবারকে রক্ষা করবেন, তেমনটাই চেয়েছিলেন। একটা আন্দোলন কেড়ে নিল জীবন। আকস্মিক মৃত্যুতে অথৈ জলে দীপকের পরিবার।

* নেপালের আন্দোলনে, শেষ হল কত স্বপ্ন
* নেপালের আন্দোলনে, শেষ হল কত স্বপ্ন
নেপাল:  বিদেশে গিয়ে চাকরি করে পরিবারকে রক্ষা করবেন, তেমনটাই চেয়েছিলেন। একটা আন্দোলন কেড়ে নিল জীবন। আকস্মিক মৃত্যুতে অথৈ জলে দীপকের পরিবার। মঙ্গলবার এক বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে শুক্রবার সন্ধ্যায় কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে মারা যান বৈতাদির শিবনাথ গ্রামীণ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১৮ বছর বয়সী দীপক সিং সৌদ। কোরিয়ান ভাষা শেখার জন্য দীপক এক বছর ধরে কাঠমান্ডুর কীর্তিপুরে বসবাস করছিলেন। তার বাবা কালু সিং সৌদ, যিনি গ্রামে কৃষিকাজ ও শ্রমিকের কাজ করেন, তাকে দক্ষিণ কোরিয়া পাঠানোর পরিকল্পনায় সহায়তা করার জন্য ঋণ নিয়ে তাকে ভাষা শিক্ষার জন্য কাঠমান্ডুতে পাঠিয়েছিলেন।
নাগার্জুন মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে দ্বাদশ শ্রেণির স্নাতক, দীপক তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য কোরিয়ান ভাষা অধ্যয়নের সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে নেপালে থাকাকালীন তিনি এই ডিগ্রি অর্জন করতে পারবেন না।
advertisement
advertisement
কয়েক মাস পরীক্ষার পর বাড়ি ফিরে আসার অপেক্ষায় থাকা দীপকের বাবা-মা তার মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়ে পড়েন। তার মামা ভরত মাদাই বলেছেন যে পরিবার, আত্মীয়স্বজন এবং  পৌরসভা এলাকা মিতভাষী দীপকের জন্য শোকাহত। তার বোনেরা ভাই হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছে না। তার বাবা-মা তার পড়াশোনার খরচ বহনের জন্য ঋণ নিয়েছিলেন যাতে সে দক্ষিণ কোরিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, তিনি বলেন।
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
তার বন্ধু নির্মল সৌদ জানান, দীপক সম্প্রতি একটি পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন এবং কোরিয়ান ভাষা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বিক্ষোভের সময় বালখু থেকে কালিমাটিতে যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান, নির্মল বলেন। দীপক পাঁচ ভাইয়ের একজন ছিলেন। তার মৃতদেহ হাসপাতালেই রয়েছে এবং সোমবার পর্যন্ত কোনও ময়নাতদন্ত করা হয়নি। শিবনাথ গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান কর্ণ সিং সৌদ বলেন, এই খবরে গ্রামবাসী শোকাহত। পৌরসভা  শোকপ্রকাশ করে ছুটি ঘোষণা করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nepal Death News: ১৮-বছরেই চলে গেল তরতাজা প্রাণ, নেপাল আন্দোলনে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোক-হাহাকার পরিবারে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement