নিসর্গের জেরে বন্ধ বান্দ্রা-ওয়ার্লি সি লিঙ্ক, আগামী ৬-৭ ঘণ্টা বাড়িতে থাকার পরামর্শ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মু্ম্বইয়ের থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুগিরি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে ৷
#মু্ম্বই: ভূমিভাগে আছড়ে পড়ল সাইক্লোন 'নিসর্গ' ।মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে ঝড়ের তাণ্ডব ৷ এর জেরে আপাতত বান্দ্রা-ওয়ার্লি সি লিঙ্ক বন্ধ রাখা হয়েছে ৷ মানুষকে ৬-৭ ঘণ্টা বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে ৷
মু্ম্বইয়ের থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুগিরি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে ৷ এনডিআরএফ-এর ১০টি দলকে রাজ্যের উপকূল এলাকায় মোতায়ন করা হয়েছে ৷ পাশাপাশি সতর্ক করা হয়েছে গুজরাত উপকূলকেও ।
আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।
advertisement
advertisement
উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে মানুষকে সরানো চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অন্তত দু'দিন ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। গুজরাটের উপকূলবর্তী অঞ্চল থেকে সরানো হয়েছে ৭৮ হাজারের বেশি মানুষকে।
Location :
First Published :
June 03, 2020 2:40 PM IST