নববর্ষে এক্সক্লুসিভ নুরপুলি ও আটপুরি শাড়ি

Last Updated:

পয়লা বৈশাখের দিন অন্তত একবার শাড়ি না পরলে মন ভরে না! এ'বছর ফ্যাশন ট্রেন্ডে রয়েছে- নুরপুলি আর আটপুরি শাড়ি। শাড়ি দুটোই বহু পুরনো দিনের। কিন্তু পৃষ্ঠপোশকতার অভাবে মাঝে হারিয়ে গিয়েছিল। এ'বছর ফের ফিরে এসেছে। সুতির, গরমে আরামদায়ক, স্টাইলিশ এবং আভিজাত্যে ভরপুর!

#কলকাতা: পয়লা বৈশাখের দিন অন্তত একবার শাড়ি না পরলে মন ভরে না! এ'বছর ফ্যাশন ট্রেন্ডে রয়েছে- নুরপুলি আর আটপুরি শাড়ি। শাড়ি দুটোই বহু পুরনো দিনের। কিন্তু পৃষ্ঠপোশকতার অভাবে মাঝে হারিয়ে গিয়েছিল। এ'বছর ফের ফিরে এসেছে। সুতির, গরমে আরামদায়ক, স্টাইলিশ এবং আভিজাত্যে ভরপুর!
নুরপুলি শাড়ি
আমাদের হস্তশিল্পের দিকে নজর দিলে বোঝা যায়, সবথেকে বৈচিত্র তাঁতে। ভারতের এমন অনেক জায়গা আছে, যেখানে দু'পা ফেললেই পাওয়া যায় তাঁতের এক নতুন টেকনিক, অভিনব নকশা। ওডিশা এমনই এক রাজ্য! ওখানকার প্রত্যন্ত এক গ্রাম নুরপুলির আদিবাসীদের হাতে জন্ম এই শাড়ির। বাঁশের সরু কাঠি দিয়ে নকশা করে, তাঁতে ফেলে বানানো হয়।
advertisement
advertisement
30581302_10216200971956106_2745670664168931328_o
আটপুরি শাড়ি
বর্ধমান থেকে কয়েক কিলোমিটার দূরে কালনার আটপুর গ্রাম। শোনা যায়, ৮০-৯০ বছর আগে ওই অঞ্চলের উচ্চশ্রেণির মেয়েরা যখন পড়াশোনা করতে বাইরে বেরতেন, তখন পরতেন আটপুরি শাড়ি। শাড়ির বৈশিষ্ট- খোলের বিপরীত রঙা পাড় ও সারাগায়ে চৌখুপির খেলা।
30624112_10216200972036108_6144260912351019008_o
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নববর্ষে এক্সক্লুসিভ নুরপুলি ও আটপুরি শাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement