#কলকাতা:পয়লা বৈশাখের দিন অন্তত একবার শাড়ি না পরলে মন ভরে না! এ'বছর ফ্যাশন ট্রেন্ডে রয়েছে- নুরপুলি আর আটপুরি শাড়ি। শাড়ি দুটোই বহু পুরনো দিনের। কিন্তু পৃষ্ঠপোশকতার অভাবে মাঝে হারিয়ে গিয়েছিল। এ'বছর ফের ফিরে এসেছে। সুতির, গরমে আরামদায়ক, স্টাইলিশ এবং আভিজাত্যে ভরপুর!নুরপুলি শাড়িআমাদের হস্তশিল্পের দিকে নজর দিলে বোঝা যায়, সবথেকে বৈচিত্র তাঁতে। ভারতের এমন অনেক জায়গা আছে, যেখানে দু'পা ফেললেই পাওয়া যায় তাঁতের এক নতুন টেকনিক, অভিনব নকশা। ওডিশা এমনই এক রাজ্য! ওখানকার প্রত্যন্ত এক গ্রাম নুরপুলির আদিবাসীদের হাতে জন্ম এই শাড়ির। বাঁশের সরু কাঠি দিয়ে নকশা করে, তাঁতে ফেলে বানানো হয়।আটপুরি শাড়ি
বর্ধমান থেকে কয়েক কিলোমিটার দূরে কালনার আটপুর গ্রাম। শোনা যায়, ৮০-৯০ বছর আগে ওই অঞ্চলের উচ্চশ্রেণির মেয়েরা যখন পড়াশোনা করতে বাইরে বেরতেন, তখন পরতেন আটপুরি শাড়ি। শাড়ির বৈশিষ্ট- খোলের বিপরীত রঙা পাড় ও সারাগায়ে চৌখুপির খেলা।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।