• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দূষিত হয়ে আছে পুকুরের জল, ছড়াচ্ছে দুর্গন্ধ

দূষিত হয়ে আছে পুকুরের জল, ছড়াচ্ছে দুর্গন্ধ

তমলুকের ৫ নম্বর ওয়ার্ডে দূষিত হয়ে আছে পুকুর

তমলুকের ৫ নম্বর ওয়ার্ডে দূষিত হয়ে আছে পুকুর

তমলুকের ৫ নম্বর ওয়ার্ডে দূষিত হয়ে আছে পুকুর

 • Share this:
  রাস্তার পাশে দূষিত হয়ে আছে পুকুর। আর সেখান থেকেই ছড়াচ্ছে দূষণ। দূষিত জলে জন্মাচ্ছে মশা। তমলুকের ৫ নং ওয়ার্ডের তমলুক শহরে আসার রাস্তার পাশেই পুকুর। সেই পুকুরের জল দূষিত হয় সবুজ রঙের হয়ে গেছে। আর সেই জল ব্যবহার করছে মানুষজন, ফলে অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়। ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ধর্মীয় স্থান মানিকপীর। প্রতি রবিবার হিন্দু ও মুসলিম ধর্মের মানুষেরা নিজেদের মনস্কামনা পূর্ণ হওয়ার মানত পুজো দেন। এই পুজো দেওয়ার আগে এই মানিকপীর সংলগ্ন পুকুরে স্নান করেন। কিন্তু পুকুরের জলে ভেসে আছে নোংরা আবর্জনা ও প্লাস্টিক। একদা বাধ্য হয়েই এই জলেই স্নান সারেন পুণ্যার্থীরা। পুকুরটি এই মানিকপীর ধর্মীয় স্থানের মালিকানাধীন। ধর্মীয় সম্পত্তি হওয়ায় শরিকি বিবাদের কারণে মাছ চাষের জন্য অন্য এক ব্যক্তিকে লীজ চুক্তির মাধ্যমে চাষ করতে দেওয়া আছে। সে তো অন্য কথা। পৌরসভার মধ্যে একটি পুকুর এভাবে দূষিত হয়ে পড়ে আছে তা নিয়ে ভ্রুক্ষেপ নেই স্থানীয় কাউন্সিলর থেকে পৌর প্রশাসকের। পুকুরের রং হয়ে গেছে সবুজ কচুরিপানা ছাড়াই। ভেসে আছে নোংরা আবর্জনা ও দুর্গন্ধ ছড়াচ্ছে এই পুকুরের দূষিত জল থেকে।
  Published by:Ananya Chakraborty
  First published: