আজকের শীর্ষ খবর, দেখে নিন এক নজরে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন গুরুত্বপূর্ণ খবরগুলি -
#কলকাতা: প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন গুরুত্বপূর্ণ খবরগুলি -
১. ভয়াবহ ভূমিকম্পে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ১৪, আহত ২০০
শুক্রবার মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তুরস্ক ৷ ঘটনায় প্রায় ১৪ জনের জন্য মৃত্যু হয়েছে ৷ স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ৬.৮ রিকটার স্কেল ৷ ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে একাধিক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ৷ রাত থেকেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে এখানে ধ্বংসাবশের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে তারা ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ৷ মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
২. #Budget2020: মোদি সরকারের সামনে নতুন সঙ্কট, দু’দশকে প্রথমবার কমছে কর আদায়
মোদি সরকারের সামনে নতুন সঙ্কট। কর আদায়ে বিপুল ঘাটতির মুখে কেন্দ্র। গত দু'দশকে প্রথমবার প্রত্যক্ষ কর আদায়ে ঘাটতি হওয়ার সম্ভাবনা। অর্থমন্ত্রক সূত্রে খবর, বাজেটে সাড়ে ১৩ লক্ষ টাকা প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য হয়। এখনও পর্যন্ত আদায় মোটে ৭ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। বাকি দু - মাসে মোট কর সংগ্রহ ১০ লক্ষ কোটি টাকা ছাড়াবে কিনা সংশয়। বাজার বিশেষজ্ঞরা বলছেন, একদিকে কর্পোরেট কর ছাড় ও অন্যদিকে কর্পোরেট কর আদায় কমায় কর আদায়ে ঘাটতি হতে চলেছে।
advertisement
advertisement
৩. এক রাতে তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, ফের বৃষ্টিতে ভাসতে পারে সরস্বতী পুজো
এক রাতে পারদ নামল তিন ডিগ্রি। উত্তুরে হাওয়া ও তাপমাত্রা কমে যাওয়ায় জমিয়ে শীত বাংলায়। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতা সহ রাজ্যজুড়ে একই রকম আবহাওয়া। জমিয়ে শীতেই প্রজাতন্ত্র দিবস উদযাপন। দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রজাতন্ত্র দিবসে।
৪. 'মিস্ত্রিদের চিঁড়ে খাওয়া দেখেই সন্দেহ হচ্ছে, ওরা বাংলাদেশি,' কৈলাসের মন্তব্যে দেশজুড়ে বিতর্ক
পোশাকের পর এ বার খাবার! কয়েক দিন আগে সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পোশাক দেখেই চেনা যায় কারা হিংসা ছড়াচ্ছে৷ এ বার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও প্রধানমন্ত্রীকেই অনুসরম করলেন৷ বললেন, 'শ্রমিকদের চিঁড়ে খাওয়া দেখেই সন্দেহ হয়, ওরা বাংলাদেশি৷' কৈলাসের মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে৷
advertisement
৫. JNU হস্টেল ফি বাড়ছে না, পুরনো ফি-তেই রেজিস্ট্রেশন, নির্দেশ দিল্লি হাইকোর্টের
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে যে সব পড়ুয়ারা গত ৪ মাস ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাঁদের বড় স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট৷ শুক্রবার হাইকোর্টের নির্দেশ, যে সব ছাত্র-ছাত্রীরা নয়া শিক্ষাবর্ষে এখনও রেজিস্টার করতে পারেননি, তাঁরা পুরনো হস্টেল ফি-তেই পরীক্ষার জন্য ফর্ম ভরতে পারবেন৷ যার নির্যাস, হস্টেল ফি বাড়ছে না৷ একই সঙ্গে জেএনইউ কর্তৃপক্ষকে হাইকোর্টের নির্দেশ, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে, কোনও লেট-ফি ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2020 8:58 AM IST